পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"সবার জীবনে স্বাভাবিকতা আনতে চেয়েছিলাম", IPL-এর রেকর্ড ভাঙা দর্শকে প্রতিক্রিয়া সৌরভের

অনেক কাঠখড় পুড়িয়ে আরব আমিরশাহীতে IPL নিয়ে গেছে BCCI । আমিরশাহীতে চলতি সেই টুর্নামেন্ট সুপার ডুপার হিট ।

"সবার জীবনে স্বাভাবিকতা আনতে চেয়েছিলাম", IPL-এর রেকর্ড ভাঙা দর্শকে প্রতিক্রিয়া সৌরভের
"সবার জীবনে স্বাভাবিকতা আনতে চেয়েছিলাম", IPL-এর রেকর্ড ভাঙা দর্শকে প্রতিক্রিয়া সৌরভের

By

Published : Oct 28, 2020, 2:22 PM IST

মুম্বই, 28 অক্টোবর : গ্যালারিতে তারকা মুখের ছড়াছড়ি নেই । দর্শকের চিৎকার, আবেগ নেই । উপরন্তু ভয় রয়েছে ভাইরাস সংক্রমণের । তবুও, IPL-এর গ্ল্যামারে এক ফোঁটাও ছেদ পড়েনি । বরং এই কোরোনা পরিস্থিতির মধ্যে দর্শক সংখ্যা বেড়েছে রকেটের গতিতে । প্রতিদিন লাখো দর্শক চোখ রাখছেন টিভির পর্দায় । ক্রোড়পতি লিগের এই আকাশছোঁয়া জনপ্রিয়তায় মোটেও অবাক নন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ।

অনেক কাঠখড় পুড়িয়ে আরব আমিরশাহীতে IPL নিয়ে গেছে BCCI । আমিরশাহীতে চলতি সেই টুর্নামেন্ট সুপার ডুপার হিট । বিষয়টি অবিশ্বাস্য হলেও অবাক হচ্ছেন না প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনি বলেছেন, "অবিশ্বাস্য এবং আমি অবাক নই । আমরা যখন সম্প্রচারকারী সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছিলাম তখনই তারা জানত যে এবছর IPL হলে তা সফল হবে ।" তিনি আরও বলেন, "পরিকল্পনা অনুযায়ী এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলাম । আমরা সবার জীবনের স্বাভাবিকতা নিয়ে আসতে চেয়েছিলাম । ক্রিকেটকেও ফিরিয়ে আনতে চেয়েছিলাম । এই ফিডব্যাকে আমি অবাক নই ।"

জন্মলগ্ন থেকেই বিশ্বের সেরা ফ্্র্যাঞ্চাইজ়ি লিগের তকমা পেয়েছে IPL । বিশ্বজুড়ে এই কোরোনা পরিস্থিতির মধ্যে ক্রোড়পতি লিগের জনপ্রিয়তা বেড়ে গেছে কয়েকগুণ । একে টুর্নামেন্ট হচ্ছে বিদেশে । তার উপর স্টেডিয়ামে যাওয়ার উপায় নেই । অগত্যা টেলিভিশন বা মোবাইল অ্যাপই ভরসা । আর তাতেই আরব আমিরশাহীতে চলতি IPL ম্যাচে প্রতিদিন চোখ রাখছে রেকর্ড সংখ্যক দর্শক ।

দর্শক সংখ্যায় টুর্নামেন্টের প্রথম দিন থেকেই ছক্কা হাঁকিয়েছে ক্রোড়পতি লিগ । মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে হওয়া উদ্বোধনী ম্যাচ দেখেছে 20 কোটির বেশি মানুষ । যা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে । এর আগে অন্য কোনও খেলার উদ্বোধনী ম্যাচ এত সংখ্যক দর্শক দেখেনি । এমনকী ফুটবল বিশ্বকাপও নয় ।

ABOUT THE AUTHOR

...view details