পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ ? শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দাবি নিয়ে জল্পনা

2020 এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের উপর ৷ কিন্তু কোরোনার কারণে তা সম্ভব হচ্ছে না ৷ শোনা যাচ্ছে শ্রীলঙ্কার এশিয়া কাপ আয়োজনের প্রস্তাবে সায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷

পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ ? শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দাবি নিয়ে জল্পনা
পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ ? শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দাবি নিয়ে জল্পনা

By

Published : Jun 10, 2020, 10:13 AM IST

লাহোর, 10 জুন: এশিয়া কাপ আয়োজনের সুযোগ কি হাতছাড়া করতে চলেছে পাকিস্তান? শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি দাবিতে মাথাচাড়া দিয়ে উঠেছে এই জল্পনা ৷ 2020 এশিয়া কাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছিল শ্রীলঙ্কা ৷ SLC-র প্রধান শাম্মি সিলভার দাবি, তাদের এই প্রস্তাবে সায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ সিলভার এই দাবি সত্যি হলে পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের আসর ৷

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বেশ কয়েকমাস আগে ৷ তারই মধ্যে 2020 এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পায় তারা ৷ এই সুযোগ লুফে নিয়েছিল পাক ক্রিকেট বোর্ড ৷ কিন্তু কোরোনা ভাইরাসের দাপট সেই সুযোগে জল ঢেলে দিয়েছে ৷ ভারতের মতো পাকিস্তানেও কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ এই পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজনে অপারগতার কথা জানিয়ে দিয়েছিল দেশটি ৷ সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই নিয়ে এশিয়া ক্রিকেট কাউন্সিল বা ACC-র বৈঠকও হয় ৷ যদিও বৈঠকে এশিয়া কাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দাবি অনুযায়ী এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব শ্রীলঙ্কাকে দিতে রাজি হয়েছে PCB ৷

বৈঠকে BCCI-এর তরফে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহও উপস্থিত ছিলেন ৷ বৈঠকের পর ACC বিবৃতিতে বলেছে, "এশিয়ার ক্রিকেট কাউন্সিলের ইভেন্টই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ৷ বিশেষ করে এশিয়া কাপ 2020 আয়োজন নিয়ে আলোচনা হয়েছে ৷ কোরোনার প্রকোপ কম এমন বেশ কয়েকটি জায়গার কথা উঠে এসেছে আলোচনায় ৷ যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷"

ABOUT THE AUTHOR

...view details