পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কলকাতায় হাসিনার প্রতিনিধি দল, নিরাপত্তা নিয়ে কথা - hasina's security officer in eden

ইডেনে শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল ৷ তেরো সদস্যের অ্য়াডভান্স কমিটি ও সঙ্গে আরও আটজন সদস্য সহ মোট 21জনের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল শনিবাসরীয় ইডেনে আসেন ৷ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে তাঁরা ইডেন পরিদর্শন করেন তাঁরা ৷ ইডেনে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সম্মতি জানিয়েছেন তাঁরা ৷

ইডেনে গোলাপি যুদ্ধ

By

Published : Nov 16, 2019, 9:19 PM IST

Updated : Nov 16, 2019, 10:55 PM IST

কলকাতা, 16 নভেম্বর : ইডেনে শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল ৷ ইডেনে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সম্মতি জানিয়েছেন তাঁরা ৷

এদিন তেরো সদস্যের অ্য়াডভান্স কমিটি ও সঙ্গে আরও আটজন সদস্য-সহ মোট 21 জনের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল শনিবাসরীয় ইডেনে আসেন ৷ ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে তাঁরা ইডেন পরিদর্শন করেন তাঁরা ৷ এদের অধিকাংশই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি সরজমিনে দেখাশোনা করেন । 22 নভেম্বর ইডেনে নৈশালোকে অনুষ্ঠিত গোলাপি বলের টেস্টের প্রথম দিন উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই তাঁর নিরাপত্তার ব্যবস্থা কী হতে চলেছে তা দেখতেই ইডেনে এসেছিল এই প্রতিনিধি দল ।

এই দলের সঙ্গে ছিলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান । তিনিও নিরাপত্তার আয়োজনের প্রাথমিক সম্মতি দিয়েছেন । একই সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে পরামর্শও দিয়েছেন তাঁরা ৷ শেখ হাসিনা যেখানে বসবেন সেখানে চারটে সারি চেয়ার রাখার বদলে তিন সারি চেয়ার রাখার কথা বলা হয়েছে । ওয়াইফাই সিস্টেম জোরালো করার কথা বলা হয়েছে । তাছাড়া ফোনের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন তারা ।

প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ছিলেন সিএবির যুগ্ম সচিব-সহ কর্তা ব্যক্তিরা । তারা প্রাথমিকভাবে সবুজ সংকেত পেয়ে খুশি । বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ইডেনে যাচ্ছেন । তবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন ইডেনে ৷ শুধু উপস্থিত থাকাই নয় ঘণ্টা বাজিয়ে ম্যাচের প্রারম্ভিক সূচনাও করবেন দু’জনে ।

Last Updated : Nov 16, 2019, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details