সিডনি, 20 মে: শেন ওয়ার্নের করা মন্তব্য তাঁর নিজেরই প্রতিচ্ছবি । এতদিন চুপ থাকার পর অবশেষে তাঁর প্রতি শেন ওয়ার্নের বিরূপ মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়া ।
ওয়ার্নের "স্বার্থপর" মন্তব্যের পাল্টা জবাব স্টিভ ওয়ার - Shane Warne's comments are reflection of himself says Steve Waugh
স্টিভ ওয়াকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার বলে আখ্যা দিয়েছিলেন শেন ওয়ার্ন । সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ।
একজন দেশের অন্যতম সেরা বিশ্বকাপজয়ী অধিনায়ক । অন্যজন ক্রিকেট বিশ্বের ব্যাটসম্যানদের একসময়ের ত্রাস । কিন্তু খেলোয়াড়ি জীবন থেকেই শেন ওয়ার্ন এবং স্টিভ ওয়ার সম্পর্ক আদায়-কাঁচকলায় । 1999 সালে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছিলেন ওয়ার্ন । সেইসময় দলের নেতৃত্বে ছিলেন স্টিভ ওয়া । তারপর থেকেই দু'জনের সম্পর্ক তলানিতে এসে পৌঁছায় । সুযোগ পেলেই ওয়ার প্রতি ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে ওয়ার্নকে । সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে "সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার" বলে মন্তব্য করেন । সেই মন্তব্যেরই পাল্টা দিলেন সর্বদা শান্ত স্বভাবের ওয়া । সঙ্গে একটি পরিসংখ্যানও দেন তিনি । ওয়ার্ন বলেন, "টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি 104টি রান আউটের সঙ্গে জড়িত রয়েছে স্টিভ ওয়া । তার মধ্যে 73 বারই ওঁর ব্যাটিং পার্টনার আউট হয়েছে ।"
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় স্টিভ বলেন, "লোকে বলে আমাদের মধ্যে বিরোধ রয়েছে । কিন্তু আমি যতটা জানি বিরোধ দুটো মানুষের মধ্যে হয় । একজনই শুধু যা করার করে যাচ্ছে । আর অন্যজন কিছুই বলছে না । এরপর তিনি বলেন, ওয়ার্ন যে মন্তব্য করেছে তা ওঁর নিজেরই প্রতিচ্ছবি । এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই । আমি শুধু একটুই বলতে পারি ।"