পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিত-শামিকে বিশ্রাম, শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে বুমরা-ধাওয়ান

বিগত তিন মাস ধরে পিঠের নিচের দিকে চোটের জন্য বাইরে আছেন বুমরা ৷ 24 সেপ্টেম্বর শেষ মাঠে নেমেছিলেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ছিলেন না তিনি ৷ চোটের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও খেলতে পারেননি ৷ বুমরার পাশাপাশি দলে জায়গা করে নিলেন শিখর ধাওয়ানও ৷ হাঁটুতে চোটের কারণে তিনিও নভেম্বর থেকে দলের বাইরে ছিলেন ৷

Cricket
ছবি সৌজন্যে ANI

By

Published : Dec 23, 2019, 11:59 PM IST

দিল্লি, 23 ডিসেম্বর : আসন্ন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজ়ে দলে ফিরলেন জশপ্রীত বুমরা ও শিখর ধাওয়ান ৷

বিগত তিন মাস ধরে পিঠের নিচের দিকে চোটের জন্য বাইরে আছেন বুমরা ৷ 24 সেপ্টেম্বর শেষ মাঠে নেমেছিলেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ছিলেন না তিনি ৷ চোটের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও খেলতে পারেননি ৷ বুমরার পাশাপাশি দলে জায়গা করে নিলেন শিখর ধাওয়ানও ৷ হাঁটুতে চোটের কারণে তিনিও নভেম্বর থেকে দলের বাইরে ছিলেন ৷

দলের সহ অধিনায়ক রোহিত শর্মা ও বোলিং-এর অন্যতম স্তম্ভ মহম্মদ শামিকে T-20 ম্যাচগুলিতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকমণ্ডলী ৷ দু'জনেই দলে ফিরছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে ৷ পাশাপাশি শার্দুল ঠাকুর ও নবদীপ সাইনিকেও রাখা হয়েছে দলে ৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে T-20 দল : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মনিশ পাণ্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), শিবম দুবে, যুযবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, জশপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মনিশ পাণ্ডে, কেদার যাদব, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুযবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details