আবু ধাবি, 23 সেপ্টেম্বর : IPL-এর দ্বিতীয় ম্যাচ থেকেই আম্পায়ারিং নিয়ে শুরু হয়েছে সমালোচনা । গতকালের CSK বনাম রাজস্থান রয়্যালস ম্যাচেও নিম্নমানের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে । রাজস্থানের ইনিংসে টম কুরানকে ভুল আউট দেওয়ায় আতস কাচের নিচে আম্পায়াররা।
সমালোচনা, বিতর্ক; আতস কাচের তলায় IPL-র আম্পায়ারিং - ধোনি
ঘটনাটি ঘটে রাজস্থানের ইনিংসের 18তম ওভারে । টম কুরানের ব্যাটে বল লেগে উইকেটের পিছনে ধোনির হতে জমা পড়ে ।
ঘটনাটি ঘটে রাজস্থানের ইনিংসের 18তম ওভারে । টম কুরানের ব্যাটে বল লেগে উইকেটের পিছনে ধোনির হতে জমা পড়ে । আউটের আবেদন জানান চেন্নাই পেসার দীপক চাহার । আম্পায়ার আউট দেওয়ার পর কুরান বলেন বল তার ব্যাটে লাগেনি । কিন্তু যেহেতু সব রিভিউ করা হয়ে গেছিল তাই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাঁকে । বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন ফিল্ড আম্পায়ার । দেখা যায় বল কুরানের থাই প্যাডে লেগেছে । আর থাই প্যাডে লেগে বল ধোনির হাতে পৌঁছানোর আগেই বল মাটি ছোঁয় । টম কুরানকে ডেকে নেওয়া হয় । যা মানতে পারেননি ধোনি । এদিকে ফলস ক্যাচের আবেদন জানানোয় সমালোচনার মুখে পড়েছেন ধোনিও ।
গত রবিবার দিল্লি বনাম পঞ্জাব ম্যাচেও আম্পায়ারিং নিয়ে বিতর্ক হয়েছে । বৈধ রান না দেওয়ায় কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা ও বীরেন্দ্র সেহওয়াগ টুইটারে ক্ষোভ উগরে দেন ।