মুম্বই, 21 মার্চ : আসন্ন বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। তবে ভারত বিশ্বকাপ যদি জিতেও যায় তাহলেও তাঁর সঙ্গে সরাসরি চুক্তির মেয়াদ বাড়াবে না BCCI। কারণ অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছা অনুসারে 2017 সালে শাস্ত্রীকে কোচ করা হলেও, সেই চুক্তিপত্রে মেয়াদ বৃদ্ধি বা নবীকরণের কোনও ধারা ছিল না। একই কথা প্রযোজ্য টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও। গতবারের মতো এবারও নতুন বিজ্ঞাপনের ভিত্তিতে কোচ পদের জন্য আবেদন জানাতে হবে শাস্ত্রীকে। পাশাপাশি ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও নতুন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে হবে
এক বোর্ড কর্তা বলেন, "বিশ্বকাপের শেষ ম্যাচের পরেই শাস্ত্রী সহ টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হচ্ছে। যেহেতু চুক্তিতে মেয়াদ বাড়ানো বা পুনর্নিয়োগের কোনও শর্ত নেই, তাই বোর্ডকে নতুন করে বিজ্ঞাপন দিতে হবে কোচ নিয়োগের।" তিনিও এও জানিয়েছেন বিশ্বকাপে ভারত সেমিফাইনালে পৌঁছে গেলে শাস্ত্রীকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।