শারজা, 9 অক্টোবর : 21টি ম্যাচ খেলা হয়ে গেছে ৷ IPL-এর নিয়মিত দর্শকরা বুঝে গেছে, শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা মানেই চার, ছয়ের বন্যা ৷ দুশো, সওয়া দুশোর উপর রান ৷ দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ৷ এই মাঠে দুশোর উপর রান তাড়া করে জেতার নজির রয়েছে ৷ তাই দুরন্ত দিল্লি ক্যাপিটালসের চেয়ে রাজস্থান রয়্যালসকে যতই ম্যাড়ম্যাড়ে দেখাক, শুক্রবারের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় ৷ কারণ দুই দলেই রয়েছে একাধিক পাওয়ার হিটার ব্যাটসম্যান ৷
রয়্যালসের এবারের IPL যাত্রায় বেশ চড়াই উতরাই রয়েছে ৷ IPL অভিযানটা দুরন্ত ছিল তাদের ৷ তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে একমাত্র অধিনায়ক স্টিভ স্মিথ ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি ৷ ফল হিসেবে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ঠাঁই হয়েছে তাদের ৷ এই শারজার মাঠেই টুর্নামেন্টের প্রথম দু'টি ম্যাচে সঞ্জু স্যামসন, রাহুল তেওয়াটিয়ারা ব্যাট হাতে ম্যাজিক দেখিয়েছিল ৷ আজ এই শারজা থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া রয়্যালসরা ৷ ইতিমধ্যেই তিনটি ম্যাচে হেরেছে রাজস্থান ৷ আর একটা হার মানেই প্লে অফে ওঠার স্বপ্ন ফিকে হতে থাকা ৷ স্টিভ স্মিথকে ভরসা দিতে আমিরশাহী এসে পৌঁছেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ৷ কোয়ারানটিন পর্ব শেষ করে দলে বেন ঢোকার আগেই দিল্লির বিরুদ্ধে জিতে কিছুটা আত্মবিশ্বাস জোগাড় করে নিতে চাইছে দলটি ৷