কলকাতা, 22 নভেম্বর : গোলাপি জ্বরে আচ্ছন্ন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা । ইতিহাসের সাক্ষী থাকতে ক্রিকেটের নন্দন কাননে তারকার মেলা বসেছে । ভারত ও বাংলাদেশ দুই দলের প্রথম দিন-রাতের টেস্ট দেখতে ইডেনে হাজির প্রাক্তন ভারত অধিনায়করা । এছাড়াও ইডেনে এসেছেন ভারতীয় ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্ররা ।
কলকাতাই পারে এই রাজকীয় আয়োজন করতে : সচিন
ভারতীয় দর্শকদের কাছে এটা একটা নতুন উপহার । ভারতীয় দর্শকরা এই টেস্টের প্রতিটা মুহূর্ত খুব উপভোগ করবে । এই ধরনের রাজকীয় আয়োজন কলকাতাতেই সম্ভব । বললেন সচিন তেন্ডুলকর ৷
কলকাতায় এসেই প্রথম দিন-রাতের টেস্ট নিয়ে নিজের আবেগ ব্যক্ত করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর । তিনি বলেন, "কলকাতায় এসে আমি সত্যিই রোমাঞ্চিত । ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটা নতুন পাতা যুক্ত হতে চলেছে । এটাই প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ । সৌরভ আর ওর টিমের বাকি সকলের প্রচেষ্টায় আজ এটা সম্ভব হয়েছে । আমার মনে হয় দলগত প্রচেষ্টা ছাড়া এই আয়োজন সম্ভব নয় । "
তিনি আরও বলেন , "ভারতীয় দর্শকদের কাছে এটা একটা নতুন উপহার । আমি নিশ্চিত ভারতীয় দর্শকরা এই টেস্টের প্রতিটা মুহূর্ত খুব উপভোগ করবে । সর্বোপরি কলকাতার একটা আলাদা ঐতিহ্য আছে । কলকাতা এই ধরনের ঐতিহাসিক আয়োজনের জন্যই বিখ্যাত । এই ধরনের রাজকীয় আয়োজন কলকাতাতেই সম্ভব । "