কলকাতা, ১৪ মার্চ : ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগের মামলায় চার্জশিট দিল কলকাতা পুলিশ। বিবি হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে চার্জশিট তৈরি করেছে কলকাতা পুলিশ। শামির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় চার্জশিট দেওয়া হল।
শামির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় চার্জশিট পুলিশের - kolkata
ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগের মামলায় চার্জশিট দিল কলকাতা পুলিশ। বিবি হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে চার্জশিট তৈরি করেছে কলকাতা পুলিশ।
ভারতীয় দণ্ডবিধির ৪৯৮A(পণ নেওয়া) ও ৩৫৪A (বধূ নির্যাতন) ধারায় মামলা রুজু হয়েছে ভারতীয় পেসারের বিরুদ্ধে। সামনেই IPL। তারপর বিশ্বকাপ। টানা ক্রিকেটসূচি। এর মাঝেই এই চার্জশিটের ফলে বেকায়দায় মহম্মদ শামি।
গতবছর মহম্মদ শামির বিরুদ্ধে ধর্ষণ ও বিষক্রিয়ার মাধ্যমে খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগ আনেন তাঁর বিবি। পাশাপাশি শামির বিরুদ্ধে যৌনকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতাসহ একাধিক অভিযোগও তোলেন বিবি হাসিন জাহান। বিভিন্ন সময়ে শামির বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে বিতর্কও তৈরি হয়েছে বিস্তর। তাঁদের মধ্যে এখন বিবাহবিচ্ছেদের মামলা চলছে।