কলকাতা, 23 নভেম্বর: অতি নাটকীয় কিছু না হলে আগামীকালই টেস্ট ও সিরিজ জিততে চলেছে ভারত । ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে টিকিটের চাহিদা তুঙ্গে । আর সেটাকে কাজে লাগাচ্ছে কালোবাজারিরা । ব্যাপক ব্ল্যাক হচ্ছে টিকিট । আজ ইডেন চত্বরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে টিকিটের কালোবাজারি করার অপরাধে গ্রেপ্তার করা হলো 9 জনকে ।
ফের ইডেনের টিকিট ব্ল্যাকের চেষ্টা, গ্রেপ্তার ৯
ইডেনে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে টিকিটের চাহিদা তুঙ্গে । আর সেটাকে কাজে লাগাচ্ছে কালোবাজারিরা । ব্যাপক ব্ল্যাক হচ্ছে টিকিট । ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 21 জনকে ৷
পুলিশ সূত্রে খবর, লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা অফিসাররা প্রতি মুহূর্তে নজর রাখছেন ইডেন এবং চারপাশের এলাকায় । গোয়েন্দারা ছড়িয়ে রয়েছে সর্বত্র । সেই সূত্রে আজ ফের টিকিট ব্ল্যাক করার সময় গ্রেপ্তার করা হয় ৯ জনকে । তাঁদের কাছে উদ্ধার হয়েছে ৩৪টি দ্বিতীয় এবং তৃতীয় দিনের টিকিট ।
গোলাপি বল ইডেনের সবুজ গালিচায় পড়ার আগেই মাঠে নেমে পড়েছে কালোবাজারিরা । শেষ তিন দিনে মোট ২১জনকে টিকিট ব্ল্যাক করার অপরাধে গ্রেপ্তার করল পুলিশ । আগামীকালও নজর রাখা হবে ইডেন চত্বরে ।