পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চোট কাটিয়ে নিউজ়িল্যান্ড দলে ফিরলেন বোল্ট

বক্সিং-ডে টেস্ট খেলতে গিয়ে ডান হাত ভাঙেন বোল্ট ৷ তারপর থেকেই দলের বাইরে ছিলেন এই স্পিড স্টার ৷ ওয়েনডে সিরিজ়ে দুরন্ত বোলিংয়ের পুরস্কার পেলেন কেইলি জেমিসন ৷ সরাসরি টেস্ট স্কোয়াডে ডাক পেলেন তিনি ৷

image
ফিরছেন বোল্ট

By

Published : Feb 17, 2020, 2:51 PM IST

ওয়েলিংটন, 17 ফেব্রুয়ারি : ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে জাতীয় দলে ফিরলেন কিউয়ি স্পিডস্টার ট্রেন্ট বোল্ট ৷ ভারতের বিরুদ্ধে ওয়ানডে ও টি-20 সিরিজ়ে চোটের কারণে খেলতে পারেননি তিনি ৷

আগামী শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু হচ্ছে ভারত-নিউজ়িল্যান্ড টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচ ৷ গত বছর বক্সিং-ডে টেস্ট খেলতে গিয়ে ডান হাত ভাঙেন বোল্ট ৷ তারপর থেকেই দলের বাইরে ছিলেন এই স্পিড স্টার ৷ ফলে ভারতের বিরুদ্ধে তাঁর আগমন নিঃসন্দহে কিউয়ি পেস ব্রিগেডের শক্তি বাড়াবে ৷

অন্যদিকে ভারতের বিপক্ষে ওয়েনডে সিরিজ়ে দুরন্ত বোলিংয়ের পুরস্কার পেলেন কেইলি জেমিসন ৷ সরাসরি টেস্ট স্কোয়াডে ঢুকে পড়লেন তিনি ৷ স্পিনার মিচেল স্যান্টনারকে দলে রখেননি কিউয়ি ক্রিকেট বোর্ড ৷ পরিবর্তে দলে নেওয়া হয়েছে আজাজ় প্যাটলকে ৷

এদিকে নিউজ়িল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসাবে 100 তম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন রস টেলর ৷ তাঁর আগে আছেন ড্যানিয়েল ভেতোরি, ব্র্যান্ডন ম্যাককালাম, ও স্টিফেন ফ্লেমিং ৷ এমনকি নিউজ়িল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে তিন ফর্ম্যাটে 100টি করে ম্যাচ খেলার কিতৃত্ব অর্জন করতে চলেছেন তিনি ৷

প্রথমে টি-20 সিরিজে নিউজ়িল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে ভারত ৷ যদিও ওয়ানডে সিরিজ়ে বাউন্স ব্যাক করে কিউয়িরা ৷ 3 ম্যাচের সিরিজ়ে ভারতকে হোয়াইট ওয়াশ করে তারা ৷ এবার টেস্ট সিরিজ ৷ তাই এই সিরিজ়ের ফলের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details