ক্রাইস্টচার্চ, 2 ফেব্রুয়ারি: জসপ্রীত বুমরার পুরোনো ফর্ম, মহম্মদ শামির দুরন্ত বোলিং, রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ ক্যাচ - সব ব্যর্থ ৷ ভারতীয় বোলাররা প্রত্যাঘাত করলেও বিরাট ব্রিগেডের নির্বিষ ব্যাটিং আরও একটা হারের দুঃখ বয়ে আনল ৷ 7 উইকেটে ক্রাইস্টচার্চ টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজ়ে ধুয়েমুছে সাফ ভারত ৷ বিশ্বের পয়লা নম্বর টেস্ট দলকে মাত্র তিনদিনেই গুটিয়ে দিল কেন উইলিয়ামসনের দল ৷
ক্রাইস্টচার্চ টেস্টের ভাগ্য স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের দ্বিতীয় দিনেই ৷ তবুও ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা ৷ আশা ছাড়েননি ভারতীয় সমর্থকরা ৷ তাই দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকা হনুমা বিহারী এবং ঋষভ পন্থের দিকে তাকিয়েছিল তারা ৷ সোমবার সকালে পরপর হনুমা এবং ঋষভ প্যাভিলিয়নের পথ ধরতেই সবকিছু জলের মতো স্পষ্ট হয়ে যায় ৷ ওয়েলিংটনের পর বিশ্বের এক নম্বর টেস্ট টিম আরও একটি হারের মুখ দেখতে চলেছে ৷ সঙ্গে রয়েছে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে পরপর দুটো হার , ওয়ান ডে সিরিজ়ের পর টেস্ট সিরিজ়েও হোয়াইটওয়াশের লজ্জা ৷