পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সবার নিচে চেন্নাই, সপ্তমে নাইটরা ; দশদিন পর IPL-এর রিপোর্ট কার্ড

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে 15 রানে হারিয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ তারপর পয়েন্ট টেবিলে একটু অদল বদল হয়েছে ৷

পয়েন্ট টেবিল
পয়েন্ট টেবিল

By

Published : Sep 30, 2020, 1:25 PM IST

আবু ধাবি, 30 সেপ্টেম্বর : টুর্নামেন্টের অন্যতম সফল দল ৷ অথচ আরব আমিরশাহিতে চলতি IPL-এ সেই সুনাম বজায় রাখতে পারছে না চেন্নাই সুপার কিংস ৷ ইতিমধ্যেই 10 দিন পার হয়েছে IPL-এর ৷ দশদিন পরের রিপোর্ট কার্ড বলছে তিনবারের IPL জয়ী চেন্নাই সুপার কিংস রয়েছে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় চরম বিদ্রূপের মুখে পড়েছে CSK ৷

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে 15 রানে হারিয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ তারপর পয়েন্ট টেবিলে একটু অদল বদল হয়েছে ৷ টেবিলের প্রথম চারে রয়েছে রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পঞ্জাব ৷ গতকালের হারের ফলে টেবিলের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালস একধাপ নিচে দ্বিতীয় স্থানে রয়েছে ৷ তাদের পয়েন্ট 4 ৷ একই পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় টেবিলের উপরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস ৷ দুটো ম্যাচ জয় ও একটি হারে বিরাট কোহলির ব্যাঙ্গালোরের তৃতীয় স্থানে ঠাঁই হয়েছে ৷ তাদের পয়েন্টও 4 ৷ তিন ম্যাচ খেলে মাত্র একটিতেই জয় পেয়েছে লোকেশ রাহুলের কিংস ইলেভেন পঞ্জাব ৷ চতুর্থ স্থানে থাকা এই দলের পয়েন্ট 2 ৷

পয়েন্ট টেবিল

শেষের চারটি দল হল মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজ়ার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ৷ দিল্লির বিরুদ্ধে জিতে 2 পয়েন্ট নিয়ে দুধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে অবস্থান করছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ দুটি ম্যাচ খেলে একটিতে জয় ও অন্যটিতে হারের কারণে দীনেশ কার্তিকদের পয়েন্ট 2 ৷ সবার শেষে ঠাঁই হয়েছে চেন্নাই সুপার কিংসের ৷ IPL-এর 12 বছরের ইতিহাসে এমন দৃশ্য খুবই বিরল ৷ কারণ অতীতে কোটিপতি লিগের প্রতিটি সিজ়নেই নক আউটে পা রেখেছে দলটি ৷

অরেঞ্জ ক্যাপ

অরেঞ্জ ক্যাপের তালিকায় তেমন পরিবর্তন নেই ৷ 222 রান নিয়ে সবার প্রথমে রয়েছেন লোকেশ রাহুল ৷ গড় 111 ৷ তাঁর পরেই রয়েছেন রাহুলের সতীর্থ ময়ঙ্ক আগরওয়াল ৷ রান সংখ্যা 221 ৷ গড় 73.66 ৷ এরপর ফাফ ডুপ্লেসি, সঞ্জু স্যামসন, এবি ডিভিলিয়ার্সরা রয়েছেন ৷ IPL-এ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় ৷

পার্পল ক্যাপ

IPL-এর সর্বোচ্চ উইকেটশিকারি পান পার্পল ক্যাপ ৷ মহম্মদ শামির সঙ্গে বেগুনি টুপির দৌড়ে যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদা ৷ এখনও পর্যন্ত প্রোটিয়া পেসারের সংগ্রহ 7 টি উইকেট ৷ দ্বিতীয় স্থানে থাকা শামি নিয়েছেন 7 টি উইকেট ৷ এরপর রয়েছেন যথাক্রমে স্যাম কারান (5), যুজবেন্দ্র চাহাল (5) ও ট্রেন্ট বোল্ট (5) ৷

ABOUT THE AUTHOR

...view details