পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনি অবসর নিক, চান বাবা-মা ! - icc

ধোনির বাবা-মা নাকি চান না তাঁদের ছেলে আর ভারতের জার্সি গায়ে চাপাক ।

ধোনির বাবা-মা নাকি চান না তাঁদের ছেলে আর ভারতের জার্সি গায়ে চাপাক ।

By

Published : Jul 18, 2019, 6:54 AM IST

রাঁচি, 18 জুলাই : নিউজ়িল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালই কি ছিল মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ ? ধোনি এখন কী করবেন ? প্রশ্নগুলি সবার মাথাতেই ঘুরপাক খাচ্ছে । তবে অবসরের বিষয়ে মুখ খোলেননি ধোনি নিজে । তবে তাঁর ছোটোবেলার কোচ কেশব ব্যানার্জি জানিয়েছেন, ধোনির বাবা-মা নাকি চান না তাঁদের ছেলে আর ভারতের জার্সি গায়ে চাপাক ।

2007 সালে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম T-২০ বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন, 2011 সালে কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে পেয়েছেন ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ । 2013 সালে দেশকে জিতিয়েছেন ICC চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা । তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পরেই ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয় । তাঁর ধীর গতির ব্যাটিং গোটা টুর্নামেন্টেই সমালোচনার শিকার হয়েছে । কিন্তু প্রায় হেরে যাওয়া ম্যাচে ধোনি ভারতকে ফিরিয়ে এনেছিলেন দুরন্ত এক হাফসেঞ্চুরিতে । তবে শেষরক্ষা হয়নি । মার্টিন গাপটিলের সরাসরি থ্রোতে শেষ হয়ে যায় ভারতের বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন । পাশাপাশি প্রশ্ন ওঠে, ধোনির ক্যারিয়ারও কি তবে শেষ ?

উত্তর জানা নেই কারোর । তবে কেশব ব্যানার্জি বলেন, "ধোনির বাবা-মা আমায় বলেছে ভারতের সব সংবাদমাধ্যম বলছে ধোনির অবসর নেওয়া উচিত । আমরাও চাই সে অবসর নিক । 10-12 বছর ধরে এই ভার সামলেছে ও । আর না ।" ধোনি এখনই বিদায় নিক, এটা অবশ্য চান না কেশব ব্যানার্জি । তিনি মনে করেন, ধোনির উচিত 2020 সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে চলা T-২০ বিশ্বকাপ খেলা । তিনি এই ব্যাপারে ধোনির বাবা-মাকে রাজি করানোর চেষ্টাও করেছেন বলে জানান ।

ABOUT THE AUTHOR

...view details