পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI-এর বিশেষ ক্যাম্পে ধোনি কি থাকছেন ? কী বলছেন বিশেষজ্ঞরা - ধোনি

জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করেছে BCCI । সেখানে ধোনিকে ডাকা হবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ।

Will Dhoni picked up for BCCI camp
বিসিসিআইয়ের 6 সপ্তাহের বিশেষ ক্যাম্প

By

Published : Jun 20, 2020, 12:58 PM IST

দিল্লি, 20 জুন : BCCI ছ'সপ্তাহের টানা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করেছে । দেশের বাছাই করা ক্রিকেটারদের নিয়ে এই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করা হয়েছে । ক্যাম্পে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে কি না তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে ।

জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে এই ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে । সুরক্ষিত জায়গা এবং সময়ের জন্য অপেক্ষা করা করা হচ্ছে বলে BCCI সূত্রে খবর । যদি এই ক্যাম্প আয়োজন করা সম্ভব না হয় তাহলে ক্রিকেটাররা নিজেদের IPL ক্যাম্পে যোগ দেবেন । BCCI-এর চুক্তি তালিকা থেকে ধোনিকে বাদ দেওয়া হয়েছে । তাই ক্যাম্পে তাঁঁকে রাখা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও চুক্তি তালিকার বাইরে অনেক ক্রিকেটারকে নেওয়া হবে বলে জানা গেছে । সেক্ষেত্রে ধোনির নাম থাকতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা । সিলেকশন কমিটির প্রাক্তন চেয়ারম্যান এম এস কে প্রসাদ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টি-20 বিশ্বকাপ হলে ধোনিকে দলে রাখা হতে পারে । কিন্তু দু'দেশের মধ্যে কোনও সিরিজ়ে তাঁকে রাখা হবে কি না তা নিয়ে নির্বাচন কমিটি চিন্তা-ভাবনা করবে । তিনি বলেন, “আমি জানি না টি-20 বিশ্বকাপ হতে চলেছে কি না । যদি হয় তাহলে জুলাই মাসের ক্যাম্প, বিশ্বকাপের আগে অনুশীলন বলা যেতে পারে । সে ক্ষেত্রে ধোনিকে মনে হয় ক্যাম্পে ডাকা হবে । কিন্তু দু'দেশের মধ্যে সিরিজ় হলে কে এল রাহুল, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা দলে রয়েছে ।” প্রসাদের মতে ক্যাম্পে ধোনি যোগ দিলে নতুন উইকেট কিপাররা উপকৃত হবেন ।

ধোনির বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন সদস্য আশিস নেহরা মনে করছেন, উইকেটকিপার-ব্যাটসম্যান চাইলে ধোনির প্রতিটি দলে থাকা উচিত । তিনি বলেন, “আমি যদি জাতীয় নির্বাচক হতাম তাহলে আমার প্রতিটি দলের ধোনিকে থাকত । কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল, ধোনি নিজে খেলতে চায় কি না । দিনের শেষে ধোনি যা চাইবে তাই হবে ।” ধোনি যদি ভারতীয় দলে কামব্যাক করতে চায়, তাহলে IPL আদর্শ প্ল্যাটফর্ম বলে মনে করছেন নেহরা । এদিকে হরভজন সিং মনে করছেন, দলে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত । BCCI-এর ক্যাম্পে নতুনদের দেখতে চাইছেন তিনি । এবিষয়ে ভারতের প্রাক্তন স্পিনার বলেন, “BCCI-এর ক্যাম্পে আমি অনূর্ধ্ব-19 লেগ স্পিনার রবি বিষ্ণোই, সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়ালের মতো নতুন মুখ দেখতে চাই । এদের একটা সুযোগ দেওয়া হোক । যাতে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এদের পরিচয় হয় । বিশেষত টি-20 দলে সূর্য কুমারের মতো ক্রিকেটারদের আসা উচিত ।”

ভারতের প্রাক্তন উইকেট কিপার এবং ক্রিকেট বিশেষজ্ঞ দীপ দাশগুপ্ত মনে করেন, BCCI-এর ক্যাম্পে ধোনি থাকবেন কি না তা নিয়ে বোর্ডের জানানো উচিত । তিনি বলেন, “ছ'সপ্তাহ ধরে চলা ক্যাম্পে ধোনি যোগ দেবেন কি না জানি না । ধোনির থেকে পরবর্তী প্রজন্মের উইকেট কিপাররা অনেক কিছু শিখতে পারবেন । IPL-এ ভালো খেললে ধোনিকে সুযোগ দেওয়া যেতে পারে । চেন্নাই সুপার কিংসের হয়ে চার নম্বরে ব্যাট করে 500 রানের মালিক ধোনি ‌। এই রেকর্ড অস্বীকার করা যায় না । ” নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ছয় সপ্তাহের ক্যাম্পের জন্য ধোনিকে নেওয়া হলে অবাক হবেন । তিনি বলেন, “গত এক বছর ধরে ধোনি খেলেননি । তাঁঁর অবস্থা নিয়ে কারও কোনও ধারণা নেই । BCCI-এর চুক্তি তালিকাতে তিনি নেই । গতবছর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-20 দলে তাঁঁকে রাখা হয়নি । এরপরে যদি ধোনিকে ক্যাম্পে ডাকা হয়, তাহলে অবাক হব ।”

ABOUT THE AUTHOR

...view details