পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ছেন মোর্তাজা

আজই বাংলাদেশ অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন মাশরাফি মোর্তাজা ৷

image
মাশরফি মোর্তাজা

By

Published : Mar 6, 2020, 12:56 PM IST

দিল্লি, 6 মার্চ : বাংলাদেশের অধিনায়ক হিসেবে শুক্রবারই শেষ ম্যাচ খেলতে চলেছেন মাশরাফি মোর্তাজা ৷ সেদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ের শেষ ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ ৷

সাদা বলের ক্রিকেটে 2014 সালে বাংলাদেশকে প্রথম নেতৃত্ব দেন মাশরাফি ৷ সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে 87 বার নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ শুক্রবার সিলেটে ম্যাচ জিতলে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের পাশাপাশি তাঁর নেতৃত্বে 50 তম ম্যাচেও জয় পাবে বাংলাদেশ ৷

সাংবাদিক বৈঠকে মাশরফি মোর্তাজা বলেন, ‘‘আমি বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ছি ৷ শেষ তথা তৃতীয় ম্যাচই অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ ৷ আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ আগামীর অধিনায়কের জন্য অসংখ্য শুভেচ্ছা ৷’’

মোর্তাজা মনে করেন, এই মুহূর্তে তিন সিনিয়র ক্রিকেটার আছেন যাঁরা অধিনায়কত্ব সামলাতে পারেন ৷ যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি ৷ বলেন, ক্রিকেটার না হলে তিনি মৎস্যচাষ করতেন ৷

ABOUT THE AUTHOR

...view details