মুম্বই, 22 নভেম্বর : সদ্য বাবাকে হারিয়েছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ় ৷ এই পরিস্থিতিতে বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য সিরাজ়কে অনুমতি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কিন্তু সুযোগ পেয়েও দেশে ফেরেননি সিরাজ় ৷ জাতীয় কর্তব্য পালনের লক্ষ্যে অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন ৷ জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ ৷
বিবৃতি দিয়ে জয় শাহ জানিয়েছেন, "গত শুক্রবার দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন পেসার মহম্মদ সিরাজ়ের বাবা ৷ তারপরই সিরাজ়ের সঙ্গে আলোচনা করা হয় ৷ ভারতীয় বোর্ডের তরফে তাঁকে দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল ৷ কিন্তু সিরাজ় জাতীয় কর্তব্য পালনের জন্য অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ এই কঠিন পরিস্থিতিতে সিরাজ়কে সবরকমভাবে সহায়তা করবে BCCI ৷"