পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিউজ়িল্যান্ড সফরের ভালো প্রতিক্রিয়ার সুফল IPL-এ পাচ্ছি, বলছেন ময়ঙ্ক

IPL টিমে স্বঘোষিত ইউনিভার্সাল বসকে সতীর্থ হিসেবে পেয়েছেন ময়ঙ্ক ৷ কুড়ি-বিশের ফরম্যাটের এই বিধ্বংসী ব্যাটসম্যানের থেকে ব্যাটিং টিপস পেয়েছেন তিনি ৷

নিউজ়িল্যান্ড সফরের ভালো প্রতিক্রিয়ার সুফল IPL-এ পাচ্ছি, বলছেন ময়ঙ্ক
নিউজ়িল্যান্ড সফরের ভালো প্রতিক্রিয়ার সুফল IPL-এ পাচ্ছি, বলছেন ময়ঙ্ক

By

Published : Sep 30, 2020, 4:42 PM IST

আবু ধাবি, 30 সেপ্টেম্বর : দলের সূচনাটা রোলার কোস্টারের মতো ওঠানামা করলেও ব্যাট হাতে ধারাবাহিক কিংস ইলেভেন পঞ্জাবের তারকা ব্যাটসম্যান ময়ঙ্ক আগরওয়াল ৷ ইতিমধ্যেই মরুদেশে শতরান হাঁকিয়েছেন তিনি ৷ দু'টি ম্যাচে তাঁর সংগ্রহ 221 রান ৷ যা ময়ঙ্ককে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রেখেছে ৷ IPL-এ এমন দুরন্ত পারফরম্যান্সের রহস্যটা কী ? আবু ধাবিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে সেই রহস্য ফাঁস করলেন ময়ঙ্ক ৷

প্রতিভাবান ক্রিকেটার থেকে ময়ঙ্ক এখন জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান ৷ জাতীয় দলের হয়ে খেলা তাঁর আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ IPL-এর এই পারফরম্যান্স তারই সুফল ৷ তিনি বলেছেন, "দেশের হয়ে খেলে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি ৷ দায়িত্ব নেওয়াটা উপভোগ করি ৷ কিংস ইলেভেন পঞ্জাবেও এর বদল হয়নি ৷ শীর্ষ ক্রিকেটাররা এই টিমের সঙ্গে যুক্ত ৷ অনিল ভাই (কুম্বলে) ও কেএল সবার ভূমিকা স্পষ্ট করে দিয়েছেন ৷ এতে আমাদের সবার সুবিধা হয়েছে ৷" গতবছর নিউজ়িল্যান্ড সিরিজ়ের পর ভালো প্রতিক্রিয়া পেয়েছিলেন ময়ঙ্ক ৷ যা তাঁর মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে ৷

IPL টিমে স্বঘোষিত ইউনিভার্সাল বস ক্রিস গেইলকে সতীর্থ হিসেবে পেয়েছেন ময়ঙ্ক ৷ কুড়ি-বিশ ফরম্যাটের এই বিধ্বংসী ব্যাটসম্যানের থেকে ব্যাটিং টিপস পেয়েছেন তিনি ৷ যা মাঠে কাজে লাগাচ্ছেন ময়ঙ্ক ৷ তাঁর কথায়, "কিংসের গুরুত্বপূর্ণ অংশ হল গেইল ৷ যা মাঠে নেমে পারফরম্যান্স দেওয়ার ক্ষেত্রে হোক বা দলের মেন্টরিংয়ের কাজে ৷ ও আমাদের সবার সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলেছে ৷ গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছে ৷ RCB-তে থাকাকালীন হাঁ করে ওর খেলা দেখতাম ৷"

ABOUT THE AUTHOR

...view details