পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হামাগুড়ি দিয়ে রান নেওয়ার ভিডিয়ো পোস্ট সচিনের, কৃতজ্ঞতা বিশেষভাবে সক্ষম বালকের - madda ram thanks sachin for shearing his video playing cricket

বিশেষ ভাবে সক্ষম শিশু ক্রিকেট খেলছে, আর তার ভিডিয়ো পোস্ট করছেন মাস্টার ব্লাস্টার সচিন স্বয়ং৷ এবার সচিনকে ধন্যবাদ জানাল সেই শিশু মাদ্দা রাম কাওয়াসি ৷

হামাগুড়ি দিয়ে রান নেওয়ার ভিডিয়ো পোস্ট সচিনের, কৃতজ্ঞতা বিশেষভাবে সক্ষম বালকের
হামাগুড়ি দিয়ে রান নেওয়ার ভিডিয়ো পোস্ট সচিনের, কৃতজ্ঞতা বিশেষভাবে সক্ষম বালকের

By

Published : Jan 3, 2020, 10:24 AM IST

Updated : Jan 3, 2020, 3:13 PM IST

ছত্তিশগড়, 3 জানুয়ারি : পায়ের উপর ভর কর হাঁটতেও পারে না ৷ কিন্তু ক্রিকেট মাঠে এলেই তার যাবতীয় প্রতিকূলতা সে এক নিমেষে ভুলে যেতে পারে ৷ ব্যাট হাত নিয়ে মারতে পারে চার, ছয় ৷ বিশেষ ভাবে সক্ষম এই নাবালকের নাম মাদ্দা রাম কাওয়াসি ৷

ছত্তিশগড়ের এক কৃষক পরিবারের সন্তান মাদ্দা রাম ৷ জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম সে ৷ কিন্তু ক্রিকেটের বড় ভক্ত মাদ্দা ৷ ব্যাট হাতে বড় সাবলীল সে ৷ রান নেয় হামাগুড়ি দিয়ে ৷ বছরের প্রথম দিন তার ক্রিকেট খেলার ভিডিয়ো পোস্ট করেন স্বয়ং সচিন তেণ্ডুলকর ৷

‘‘আমার বাবা একজন কৃষক, আমি দু’বছর ধরে ক্রিকেট খেলছি, আমি হামাগুড়ি দিয়ে রান নিই, আমি সচিন স্যারকে ধন্যবাদ জানাই আমার ভিডিয়ো শেয়ার করার জন্য ৷’’ এভাবেই মাস্টার ব্লাস্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্দা রাম ৷

Last Updated : Jan 3, 2020, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details