পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লারা

বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা ।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লারা

By

Published : Jun 25, 2019, 4:08 PM IST

Updated : Jun 25, 2019, 4:49 PM IST

মুম্বই, 25 জুন : বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা । এর আগে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । এবার লারার অসুস্থতা বা শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি ।

দেখুন ভিডিয়ো

মুম্বইয়ের এক হোটেলে আজ বিশ্বকাপের ব্রডকাস্টারদের তরফে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল লারার । অনুষ্ঠানের ঠিক আগেই বুকে ব্যথা অনুভব করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক । তখনই তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী গ্লোবাল হাসপাতালে ভরতি করা হয় ।

বিশ্বকাপ ক্রিকেটের সম্প্রচারে একজন বিশেষজ্ঞ হিসেবে ভারতে এসেছেন ব্রায়ান লারা । সম্প্রতি ব্যস্ততার মাঝেই প্রাক্তন অজ়ি পেসার ব্রেট লি-র সঙ্গে মুম্বইয়ে গলি ক্রিকেটকে উৎসাহ দিতে দেখা গেছিল তাঁকে ।

50 বছর বয়সী লারা টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডের অধিকারী । তাঁর অপরাজিত 400 রানের ইনিংসটি টেস্টের একমাত্র কোয়াড্রিপল সেঞ্চুরি। তিনি 299টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে 40.17 গড়ে 10405 রান করেছেন ।

131টি টেস্টে প্রায় 11953 রান করেছেন লারা । গড় 52.89 । টেস্টের এক ইনিংসে 400 রানের বিশ্বরেকর্ড ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ অপরাজিত 501 রান । সেই ইনিংসটিও লারার ক্রিকেট কেরিয়ারের অনন্য এক মাইলফলক ।

Last Updated : Jun 25, 2019, 4:49 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details