পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিঙ্গার স্পিনাররা আমাদের জন্য বাদ পড়েনি : কুলদীপ - world cup

ওয়ানডে দলে নিয়মিত কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। অশ্বিন তো পুরোপুরি ছিটকে গেছেন একদিনের দল থেকে। জাডেজা টিকে আছেন দলের তৃতীয় স্পিনার হিসাবে। তবে কুলদীপ বলেন, "আমরা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি। আমি আর চাহাল যখনই সুযোগ পেয়েছি, ভালো খেলার চেষ্টা করেছি। দলকে জিততে সাহায্য করেছি।"

k

By

Published : Mar 5, 2019, 12:10 PM IST

নাগপুর, ৫ মার্চ : ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন হরভজন সিং। তবে রবিচন্দ্রন অশ্বিন আসতেই বদলে যায় চিত্রটা। আস্তে আস্তে অশ্বিন হয়ে ওঠেন দলের এক নম্বর স্পিনার। পাশাপাশি রবীন্দ্র জাডেজা তাঁর অলরাউন্ড দক্ষতার কারণে দলে থাকতেন নিয়মিত। তবে আবার বদল আসে দলে। এইবারে ফিঙ্গার স্পিনারদের বদলে দলে সুযোগ পান লেগস্পিনাররা। তারপর থেকে ওয়ানডে দলে নিয়মিত কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। অশ্বিন তো পুরোপুরি ছিটকে গেছেন একদিনের দল থেকে। জাডেজা টিকে আছেন দলের তৃতীয় স্পিনার হিসাবে।

গতকাল সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হন কুলদীপ যাদব। আর সেই প্রশ্নের জবাবে কুলদীপ বলেন, লেগস্পিনাররা ফিঙ্গার স্পিনারদের দল থেকে ছিটকে দেননি। তিনি বলেন, "আমরা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি। আমি আর চাহাল যখনই সুযোগ পেয়েছি, ভালো খেলার চেষ্টা করেছি। দলকে জিততে সাহায্য করেছি।"

এরপর কুলদীপ যোগ করেন, "অশ্বিন আর জাডেজা এখনও টেস্ট খেলছে। আমরা ওদের থেকে অনেক কিছু শিখছি। আমি যখন টেস্ট দলে থাকি, ওদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করি।" হার্দিকের চোটের কারণে চলতি সিরিজ়ে জাডেজা দলে জায়গা পেয়েছে। তবে দলে অলরাউন্ডার ফিরে এলে জাডেজাকে নিজের জায়গার জন্য লড়তে হবে। তবে ভারতীয় স্পিনাররা এখন যে ভাবে বল করছেন, তাতে খুশি কুলদীপ। প্রথম ওয়ান ডে-তে কুলদীপ নিয়েছেন দুই উইকেট। জাডেজা উইকেট না পেলেও রান আটকে রেখেছিলেন। কুলদীপ বলছেন, "আমি, চাহাল আর জাডেজা ভালোই বল করছি। তাই চিন্তার কিছু নেই।"

ABOUT THE AUTHOR

...view details