আমেদাবাদ, 16 মার্চ : 0, 1, 0-র পর ফের 0...গত চারটি টি-20 ম্যাচে এটাই স্কোর লোকেশ রাহুলের ৷ তিনবার শূন্য রানে আউট হয়েছেন ৷ একবার খাতা খুলতে পেরেছেন ৷
ভারতের ওপেনিং ব্যাটসম্যান লোকেশ রাহুলের খারাপ ফর্ম চলছেই ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম দুটি ম্যাচে পুরোপুরি ব্যর্থ হন ৷ আজ আমেদাবাদে তৃতীয় টি-20তেও ব্যাট হাতে ব্যর্থ কর্নাটকের এই ব্যাটসম্যান ৷ চারটি বল খেলে মার্ক উডে বলে বোল্ড আউট হয়েছেন তিনি ৷ জাতীয় দলে একবার সুযোগ পাওয়ার জন্য একাধিক প্রতিভাবান ক্রিকেটার যখন হা পিত্যেশ করে বসে রয়েছেন তখন একের পর এক সুযোগ পেয়েও ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন রাহুল ৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 ম্যাচে খাতা খুলতেই পারেননি ৷ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচেই পুরোপুরিভাবে ব্যর্থ ৷ আর এতেই ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা ৷ তাদের প্রশ্ন, আর কত সুযোগ পেলে তবে ব্যাট হাতে ফর্মে পাওয়া যাবে রাহুলকে ৷
ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে ছিলেন রাহুল ৷ একটিও টেস্ট খেলার সুযোগ পাননি ৷ গোটা সফরটা বেঞ্চে বসে কাটিয়েছেন ৷ ফলে সেইসময় ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে পারেননি তিনি ৷ সব মিলিয়ে চূড়ান্ত খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল ৷ সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যানদের বসিয়ে রাহুলকে বারবার সুযোগ দেওয়ার সমালোচনার মুখে পড়েছে কোহলি-শাস্ত্রীর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷