পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সঞ্জনায় বাঁধা পড়লেন বুমরা - Sanjana Ganesan

"নতুন জার্নি শুরু করলাম", সঞ্জনার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর লিখলেন ইয়র্কার কিং ৷

Jasprit Bumrah ties knot with Sanjana Ganesan
Jasprit Bumrah ties knot with Sanjana Ganesan

By

Published : Mar 15, 2021, 4:14 PM IST

গোয়া, 15 মার্চ : সত্যি হল জল্পনা ৷ টিভি প্রেজেন্টার সঞ্জনা গণেশনের সঙ্গেই সাতপাকে আবদ্ধ হলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা ৷ সোমবার বিয়ের সাজে সঞ্জনার সঙ্গে ছবি টুইট করেন বুমরা ৷ তারপরই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন নবদম্পতি ৷

গোয়ায় বসেছিল বুমরা-সঞ্জনার বিয়ের আসর ৷ বিয়ে হয়েছে পঞ্জাবি মতে ৷ দুজনের পোশাকের রঙ ছিল একইরকম ৷ পরণে শেরওয়ানির সঙ্গে বুমরার মাথায় ছিল পাগড়ি ও হাতে তরবারি ৷ গোলাপি লেহেঙ্গায় কনে সঞ্জনাকেও দারুণ দেখাচ্ছে ৷ ইনস্টাগ্রাম ও টুইটারে বিয়ের ছবি শেয়ার করে বুমরা লেখেন, "আমরা দুজনে নতুন যাত্রা শুরু করলাম ৷ আজ আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন ৷ খুব আনন্দের সঙ্গে আপনাদের সাথে এই সুখবর ভাগ করে নিলাম ৷"

ক্রিকেট অনুরাগী তো রয়েছেই জাতীয় দলের সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি ৷

ABOUT THE AUTHOR

...view details