পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হারের হ্যাটট্রিকের দিনেই কোটিপতি লিগে রেকর্ড ধোনির

ব্যক্তিগত কারণ এবার IPL খেলছেন না রায়না ৷ তিনি খেললে হয়ত ধোনির এই রেকর্ড ভাঙা সম্ভব হত না ৷ তবে মানুষটি ধোনি বলেই এই রেকর্ড ভাঙার খবরে খুশি রায়না ৷

হারের হ্যাটট্রিকের দিনেই কোটিপতি লিগে রেকর্ড ধোনির
হারের হ্যাটট্রিকের দিনেই কোটিপতি লিগে রেকর্ড ধোনির

By

Published : Oct 3, 2020, 8:24 AM IST

দুবাই, 3 অক্টোবর : শেষ পর্যন্ত মাঠে থেকেও দলকে জেতাতে পারেননি ৷ IPL-এ শেষবার কবে টানা তিন ম্যাচ হেরেছেন, মনে করতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি ৷ কিন্তু এই হতাশার দিনেই এই কোটিপতি লিগে রেকর্ড গড়ে ফেললেন CSK অধিনায়ক ৷ কোটিপতি লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারে পরিণত হয়েছেন ধোনি ৷ শুধু IPL নয়, গোটা বিশ্বের টি-20 লিগে এমন রেকর্ডের অধিকারী আর কেউ নেই ৷

শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 194 তম IPL ম্যাচ খেলতে নামেন ধোনি ৷ এর আগে 193 টি ম্যাচ খেলে এই রেকর্ড দখলে রেখেছিলেন সুরেশ রায়না ৷ সেই রায়নাকে পিছনে ফেলে IPL-এর মোস্ট ক্যাপড প্লেয়ারের তকমা পেলেন ধোনি ৷ যদিও চেন্নাইয়ের হয়ে এটা তাঁর 164তম ম্যাচ ৷ 2013 সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে চেন্নাই সুপার কিংসকে দু'টো মরশুম নিষিদ্ধ করা হয়েছিল ৷ ওই দু'টো মরশুম রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে 30টি ম্যাচ খেলেন মাহি ৷ চলতি টুর্নামেন্টে বড় অঘটন না ঘটলে ধোনির 200 ম্যাচের রেকর্ড গড়া শুধু সময়ের অপেক্ষা ৷

ব্যক্তিগত কারণ এবার IPL খেলছেন না রায়না ৷ তিনি খেললে হয়ত ধোনির এই রেকর্ড ভাঙা সম্ভব হত না ৷ তবে মানুষটি ধোনি বলেই এই রেকর্ড ভাঙার খবরে খুশি রায়না ৷ টুইটারে প্রিয় মাহি ভাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "সবচেয়ে বেশি IPL ম্যাচ খেলা ক্রিকেটারে পরিণত হওয়ার জন্য তোমাকে শুভেচ্ছা জানাই মাহি ভাই ৷ তুমি এই রেকর্ড ভেঙেছ জেনে খুব খুশি হলাম ৷ আমি নিশ্চিত, চেন্নাই সুপার কিংস এবারের IPL জিতবে ৷"

ABOUT THE AUTHOR

...view details