পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গোলাপি বলের টেস্টে ইনিংসে জয় ভারতের

ইডেন টেস্টের জয় ধরে টানা সাতটি টেস্ট জিতলেন বিরাটরা ৷ এই প্রথম ভারত পরপর সাতটি টেস্ট জিতল ৷ এবং পরপর চারটি টেস্ট ইনিংসে জিতল ৷

জয়ী ভারত

By

Published : Nov 24, 2019, 2:07 PM IST

Updated : Nov 25, 2019, 7:40 AM IST

কলকাতা, 24 নভেম্বর : গোলাপি বলের টেস্টে ইনিংসে জিতল ভারত ৷ বাংলাদেশকে হারাল এক ইনিংস ও 46 রানে ৷ ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন উমেশ যাদব ৷ আর 4টি উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আজ আর ব্যাট হাতে নামতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ৷ দুই ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন ইশান্ত শর্মা ৷ সিরিজ়ের সেরাও হলেন ৷

গোলাপি বলের টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আমিনুল হক ৷ ভারতীয় জোরে বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র 106 রানে অল আউট হয়ে যায় তারা ৷ ইশান্ত শর্মা নেন 5 উইকেট ৷ উমেশ যাদব তিনটি এবং মহম্মদ শামি দুটি উইকেট নেন ৷

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় ভারত ৷ এরপর দলের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ ব্যক্তিগত 55 রানে আউট হন পূজারা ৷ বিরাট কোহলি করেন 136 রান ৷ সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে করেন 51 রান ৷ নয় উইকেটে 347 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত ৷

গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ ৷ একসময় 13 রানে তাদের চার উইকেট পড়ে যায় ৷ এরপর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম ৷ দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মাহমুদুল্লাহ ৷ গতকাল দিনের শেষে 6 উইকেট হারায় বাংলাদেশ ৷

আজ খেলা শুরুর পর দ্বিতীয় ওভার বল করতে এসে এবাদত হোসেনকে আউট করেন উমেশ ৷ এরপর মুশফিকুর রহিম এবং আল আমিন হোসেনও আউট হন তাঁর বলে ৷ সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন উমেশ ৷ এই ম্যাচে 19টি উইকেটই নিলেন ভারতীয় পেসাররা ৷ ভারতীয় স্পিনাররা কোনও উইকেট পেলেন না ৷

ইডেন টেস্টের জয় ধরে টানা সাতটি টেস্ট জিতলেন বিরাটরা ৷ এই প্রথম ভারত পরপর সাতটি টেস্ট জিতল ৷ এর আগে ধোনির নেতৃত্বে ভারত টানা 6টি টেস্টে জিতেছিল ৷ এই টেস্ট ধরে পরপর চারটি টেস্ট ইনিংসে জিতলেন বিরাটরা ৷ এর আগে বিশ্বের কোনও দল পরপর চারটি টেস্ট ইনিংসে জেতেনি ৷

Last Updated : Nov 25, 2019, 7:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details