বিশাখাপটনম, 3 অক্টোবর : একজন প্রথমবার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে বীরেন্দ্র সেহওয়াগকে মনে পড়ালেন ৷ অন্যজন দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করলেন ৷ প্রথমজন রোহিত শর্মা ৷ আর তাঁর সঙ্গী মায়াঙ্ক আগরওয়াল ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে এই দু'জনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে বড় রানের পথে ভারত ৷
সচিনের বিদায়ি সিরিজ়ে টেস্টে অভিষেক হয়েছিল রোহিত শর্মার ৷ 2013 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ে দুটি ম্যাচেই সেঞ্চুরি করেন 'হিটম্যান' ৷ তারপর কেটে গেছে প্রায় 6 বছর ৷ ওয়ান ডে ক্রিকেটে এই 6 বছরে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই মুম্বইকর ৷ কিন্তু, টেস্ট ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা ধাক্কা খেয়েছে ৷ অনেকসময় দল থেকে বাদ পড়েছেন ৷ সবমিলিয়ে অভিষেকের পর থেকে এই সিরিজ়ের আগে পর্যন্ত খেলেছেন মাত্র 27টি টেস্ট ৷
এর মধ্যে টেস্টে ওপেনার হিসেবে উঠে এসেছেন কয়েকজন ৷ কিন্তু, কে এল রাহুল, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, মুরলী বিজয়রা ওপেনিংয়ে স্থায়ী জায়গা নিতে পারেননি ৷ এর মধ্যে পৃথ্বী শ নিজের অভিষেক সিরিজ়ের পর চোট এবং শৃঙ্খলাভঙ্গের জন্য আর মাঠে নামতে পারেননি ৷ এই অবস্থায় একদিনের ক্রিকেটের মতো টেস্টেও রোহিতকে ওপেন করানোর কথা ভাবে টিম ম্যানেজমেন্ট ৷ যেমনটা 2002 সালে বীরেন্দ্র সেহওয়াগকে নিয়ে ভেবেছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও কোচ জন রাইট ৷ তারপর একদশক ভারতের ইনিংস সূচনা করেছেন সেহওয়াগ ৷ গড়েছেন একাধিক কীর্তি ৷
যদিও রোহিতকে এখনই সেহওয়াগের সঙ্গে তুলনা করতে রাজি নন ক্রীড়া বিশেষজ্ঞরা ৷ তাঁদের বক্তব্য, বিদেশের মাটিতে বল মুভ করলে রোহিতের পারফরমেন্স কেমন হবে, সেটা দেখা দরকার ৷ তারপর দু'জনের তুলনা টানা উচিত ৷