আমেদাবাদ, 5 মার্চ : দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে 7 উইকেট হারিয়ে 294 রান তুলল ভারত ৷ ইংল্যান্ডের থেকে 89 রানে এগিয়ে ভারত ৷ তৃতীয়দিন লিড বাড়ানোর দায়িত্ব এখন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর পটেলের হাতে ৷ সুন্দর 60 রানে অপরাজিত রয়েছেন ৷ অক্ষরের স্কোর 11 ৷
দলের বেশিরভাগ মূল ব্যাটসম্যান ততক্ষণে সাজঘরের পথে পা বাড়িয়েছেন ৷ একসময় মনে হচ্ছিল ইংল্যান্ডের দেওয়া প্রথম ইনিংসের স্কোর হয়ত টপকাতে পারবে না ভারত ৷ কিন্তু ইংরেজদের সেই ভাবনায় জল ঢেলে দিলেন দলের তরুণ ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ আরও একবার প্রয়োজনের সময় জ্বলে উঠল পন্থের ব্যাট ৷ 118 বলে 101 রানের দুরন্ত শতরান করে অধিনায়ক বিরাট কোহলির চাপ কাটালেন ৷ পাশাপাশি দলের স্কোর আড়াইশোর উপর নিয়ে গেলেন পন্থ ৷ সঙ্গী ছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৷ জেমস অ্যান্ডারসনের বলে পন্থ আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল 7 উইকেট হারিয়ে 259 রান ৷
পাঁচ উইকেট হারানোর পর চাপে পড়ে যাওয়া ভারতকে টেনে তোলার চেষ্টা করেন পন্থ ৷ 1টি ছক্কা এবং চারটি বাউন্ডারির সাহায্যে 82 বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ অর্ধশতরানকে শতরানে পরিণত করতে বেশি সময় নেননি তিনি ৷ 13টি চার ও দুটি ছয়ের সাহায্যে 118 বলে 101 রান করেন পন্থ ৷
রোহিত শর্মাকে ফিরিয়ে কোহলির দলকে আরও চাপে ফেললেন বেন স্টোকস ৷ মধ্যাহ্নভোজ বিরতির পর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রোহিত ৷ 49তম ওভারে রোহিতকে এলবিডব্লিউ করেন স্টোকস ৷ 49 রানে ফিরলেন হিটম্যান ৷ বিরাট কোহলির পর রোহিতের উইকেট নিয়ে ভারতীয় দলকে ব্যপক চাপের মধ্যে ফেলেন স্টোকস ৷
মধ্যাহ্নভোজ বিরতির আগেই কোহলি, রাহানে, পূজারার মতো গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ মধ্যাহ্নভোজ বিরতিতে ভারত 4 উইকেট হারিয়ে 80 রান তোলে ৷ কোহলি, রাহানেরা ফিরলেও ভারতীয় দলকে ভরসা দিচ্ছিলেন রোহিত শর্মা ৷ লাঞ্চের পর পন্থকে সঙ্গে নিয়ে স্কোর একশোর উপরে নিয়ে যান ৷ অর্ধশতরান পূর্ণ হওয়ার আগেই হিটম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্টোকস ৷
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে 205 রানে গুটিয়ে দিয়েছিল দেশের স্পিনাররা ৷ গতকাল ব্যাট করতে নেমে শুভমন গিলের উইকেট হারিয়ে 24 রান তুলেছিল ভারত ৷ প্রথম ইনিংসে ব্রিটিশ সিংহদের দেওয়া রান টপকে গিয়ে ভারতকে বড় লিড দেওয়ার লক্ষ্যে নেমেছিলেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা ৷ কিন্তু সেই লক্ষ্যে দিনেই শুরুতেই ধাক্কা খেয়েছে কোহলির দল ৷ 24তম ওভারে এই জুটি ভাঙেন জ্যাক লিচ ৷ তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন পূজারা ৷ দলীয় 40 রানে দিনের প্রথম উইকেট হারায় ভারত ৷
আরও পড়ুন : সিরাজকে কটূক্তি স্টোকসের, আসরে নামলেন কোহলি
ভরসা দিতে পারেনি অধিনায়ক বিরাট কোহলির ব্যাটও ৷ ক্রিজে থিতু হওয়ার আগেই তাঁকে ফেরান বেন স্টোকস ৷ বলে ফোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট (0) ৷ এই বড় ধাক্কা সামনে ভারতের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানে ৷ মধ্যাহ্নভোজ বিরতির আগে সেই রাহানেকে আউট করেন জেমস অ্যান্ডারসন ৷ 4টি বাউন্ডারির সাহায্যে 45 বলে 27 রান করেন তিনি ৷
ইতিমধ্যেই সিরিজ়ে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত ৷ এই ম্যাচ হারলে সিরিজ় হয়ত খোয়াতে হবে না ৷ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নে বড় ধাক্কা খাবে কোহলির দল ৷