পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়াকে 7 উইকেটে হারিয়ে সিরিজ় জয় ভারতের - Rohit Sharma

বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার 286 রানের জবাবে ভালো শুরু ভারতের ৷ ওপেনার শিখর ধাওয়ান চোট পাওয়ায় ওপেন করতে আসেন লোকেশ রাহুল ৷

India vs Australia
ভারত অস্ট্রেলিয়া

By

Published : Jan 19, 2020, 11:38 AM IST

Updated : Jan 19, 2020, 9:05 PM IST

বেঙ্গালুরু, 19 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল মেন ইন ব্লু ৷ সেই হারের ধাক্কা সামলে উঠে রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে 36 রানে জয়ী হয় বিরাট অ্যান্ড কোং ৷ আজ সিরিজ়ের ভাগ্য নির্ধারণকারী তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া ৷ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 286 রান করে অজ়িরা ৷ জবাবে ব্যাট করতে নেমে রাহুলের উইকেট হারিয়েও রোহিত-বিরাটের ব্যাটে ম্যাচে ফেরে ভারত ৷ শতরানের পর 119 রান করে আউট হন রোহিত ৷ 36.4 ওভারের শেষে 2 উইকেটে 206 রান করেছে ভারত ৷

ভারতকে টানছেন রোহিত-বিরাট

চোটের কারণে ওপেন করতে নামেননি শিখর ধাওয়ান ৷ পরিবর্তে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন লোকেশ রাহুল ৷ব্যক্তিগত 19 রানে আগরের বলে আউট লোকেশ রাহুল ৷ বিরাটকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান রোহিত ৷ 62 রানে অপরাজিত আছেন বিরাট ৷

দুরন্ত রোহিত

বেঙ্গালুরুতে শুরুতেই ওয়ার্নারের উইকেট তুলে নিয়ে অজ়ি ব্যাটিংয়ে প্রথম ধাক্কা দেন মহম্মদ শামি ৷ এরপরই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অজ়ি অধিনায়ক ফিঞ্চ ৷ দু’ উইকেট হারানো দলকে সামাল দেন স্টিভ স্মিথ ও লাবুশেন জুটি ৷ দু’জনে 127 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷ শতরান করেন স্মিথ ৷ অন্যদিকে অর্ধশতরান করে আউট হন লাবুশেন ৷

অজ়ি ইনিংসের শেষ দিকে দুরন্ত বোলিং করেন ভারতীয় বোলাররা ৷শামি নেন 4টি উইকেট ৷ 2টি উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা ৷ কুলদীপ ও নভদীপ সাইনি নেন একটি করে উইকেট ৷ ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান শিখর ধাওয়ান ৷

বেঙ্গালুরুতে অজ়ি শিবিরে কেন রিচার্ডসনের বদলে নামানো হচ্ছে হেজ়েলউডকে ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি ৷

ভারত (প্রথম একাদশ) : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেট রক্ষক), মণীশ পাণ্ডে, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, নবদীপ সাইনি, কুলদীপ যাদব ও জশপ্রীত বুমরা ৷

অস্ট্রেলিয়া (প্রথম একাদশ) : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, মারনাস লাবুশানে, অ্যালেক্স কেরি (উইকেট রক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন আগর, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজ়েলউড, অ্যাডাম জ়াম্পা ৷

Last Updated : Jan 19, 2020, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details