অকল্যান্ড, 9 ফেব্রুয়ারি : আজ অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনাল ৷ দক্ষিণ আফ্রিকায় মুখোমুখি ভারত ও বাংলাদেশ ৷ তার আগে ভারতীয় সিনিয়র দল থেকে শুভেচ্ছা এল ভাইয়েদের জন্য ৷ প্রিয়ম গর্গের দলকে শুভেচ্ছাবার্তা পাঠালেন কোহলিরা ৷ সমস্ত খেলাটাই তাঁরা দেখবেন বলে জানিয়েছেন ৷
অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনাল, ছোটোদের শুভেচ্ছা জানালেন কোহলিরা
আজ অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও প্রতিবেশি বাংলাদেশ ৷ টুর্নামেন্টের বড় ম্যাচের আগে ছোটোদের শুভেচ্ছা জানাল টিম কোহলি ৷
ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী নিজস্ব স্টাইলে শুভেচ্ছা জানিয়েছেন ৷ অনূর্ধ্ব 19 দলকে ফাইনালে নিজেদের সেরাটা উজার করে দিতে বলেন তিনি ৷ শাস্ত্রী বলেছেন, ‘‘ বন্ধুরা ফাইনালের জন্য শুভেচ্ছা ৷ পুরো টুর্নামেন্টে তোমরা দুরন্ত খেলেছো ৷ ফাইনালে সেরাটা উজার করে দাও ৷’’ bcci.tv -তে একটি সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘‘ ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা ৷ যে খেলাটা খেলে এসেছো সেটা খেলো ৷ আমরা তোমাদের খেলা পুরোটা দেখব ৷ আমি শুধু বলতে চাই নিজেদের উপর বিশ্বাস রাখো, নিজেদের খেলাটা খেলো ৷’’
অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরও ছোটদের উৎসাহিত করেছেন ৷ পরপর তিন বার অনূর্ধ্ব 19 ফাইনালে পৌঁছাল ভারত ৷ সেমিফাইনালে পাকিস্তানকে 10 উইকেটে হারায় প্রিয়ম গর্গের দল ৷ পাকিস্তানকে 172 রানের মধ্যে অলউইকেট করে দেন ভারতের বোলাররা ৷ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ অন্যদিকে বাংলাদেশ তাদের প্রথম অনূর্ধ্ব 19 ফাইনাল খেলবে ৷