পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলাদেশকে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব দিল BCCI

ভারত দীর্ঘদিন ধরে নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করে এসেছে । কিন্তু সৌরভ গাঙ্গুলি বোর্ড প্রধান হওয়ার পরে ছবিটা বদলেছে । টেস্ট ক্রিকেট বাঁচানোর জন্যে নৈশালোকে গোলাপি বলে টেস্ট করার পক্ষে জোরালো সওয়াল প্রথম দিন থেকে করে আসছেন ।

বাংলাদেশ কে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব দিল বিসিসিআই

By

Published : Oct 28, 2019, 11:28 AM IST

Updated : Oct 28, 2019, 10:28 PM IST

কলকাতা, 28 অক্টোবর : বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । 3 নভেম্বর ভারত সফরে আসছে বাংলাদেশ । 22 নভেম্বর ইডেনে দুই দেশ দ্বিতীয় টেস্ট খেলবে । সেই টেস্ট ম্যাচ নৈশালোকে গোলাপি বলে খেলার পরিকল্পনা করেছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন নব নির্বাচিত ভারতীয় বোর্ড । প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ডের থেকে নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব পেয়ে বিষয়টি ভেবে দেখছে BCB।

বাংলাদেশ বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আক্রম খান BCCI-এর প্রস্তাবের কথা জানিয়েছেন । দুই তিন আগে এই মর্মে চিঠি পেয়েছেন BCB কর্তারা । তা নিয়ে আলোচনা শুরু করেছেন । আগামী দুই তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । BCB-র শীর্ষ কর্তা নিজামুদ্দিন চৌধুরি বলেন, তাঁরা এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না । ক্রিকেটার ও সদস্যদের সঙ্গে আলোচনার পরে এব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে । কারণ পুরো বিষয়টি প্রযুক্তিগত ।

ভারত দীর্ঘদিন ধরে নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করে এসেছে । কিন্তু সৌরভ গাঙ্গুলি বোর্ড প্রধান হওয়ার পরে ছবিটা বদলেছে । টেস্ট ক্রিকেট বাঁচানোর জন্যে নৈশালোকে গোলাপি বলে টেস্ট করার পক্ষে জোরালো সওয়াল প্রথম দিন থেকে করে আসছেন । CAB-এর সংবর্ধনা অনুষ্ঠানে কেন গোলাপি বলে টেস্ট খেলা হওয়া প্রয়োজন তা সবিস্তারে ব্যাখ্যা করেছিলেন । একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, বিরাট কোহলিরা নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার বিপক্ষে এরকম ভাবার কোনও কারণ নেই । ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভারত অধিনায়কের সঙ্গে কথা বলেছেন । তাঁরা রাজি ।

বাংলাদেশ বোর্ড যদি গোলাপি বলে টেস্ট খেলার পক্ষে সায় দেয় তাহলে ইডেন আরও একবার ইতিহাসের সাক্ষী হবে । ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মহম্মদ শামির নৈশালোকে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা রয়েছে । CAB প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলি 2016সালে কলকাতা ক্রিকেট লিগ ম্যাচ আয়োজন করেছিলেন। মোহনবাগান বনাম ভবানীপুর ক্লাবের মধ্যে সেই ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন শামি । সহজ জয় পেয়েছিল সবুজ-মেরুন ।

Last Updated : Oct 28, 2019, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details