দিল্লি, ১৩ মার্চ : বিশ্বকাপ শুরু হওয়ার আগে শেষ ওয়ান ডে সিরিজ়ে হেরে গেল ভারত। ২-০ ব্যাবধানে এগিয়ে থেকেও পরপর তিনটি ম্যাচ হেরে সিরিজ় হারল কোহলিবাহিনী। আজ নির্ণায়ক ম্যাচে ৩৫ রানে হেরে গিয়ে সিরিজ় হেরে যায় ভারত। কোহলির অধিনায়কত্বে দেশের মাটিতে এইটি প্রথম ODI সিরিজ় হার ভারতের। আজ সিরিজ়ের দ্বিতীয় সেঞ্চুরি করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন উসমান খোয়াজা। সিরিজ় সেরাও তিনি। সিরিজ়ে দুটো সেঞ্চুরির পাশাপাশি দুটো হাফ সেঞ্চুরি করেন।
প্রথম দুটি ম্যাচ জিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় হার ভারতের
বিশ্বকাপ শুরু হওয়ার আগে শেষ ওয়ান ডে সিরিজ়ে হেরে গেল ভারত। ২-০ ব্যাবধানে এগিয়ে থেকেও পরপর তিনটি ম্যাচ হেরে সিরিজ় হারল কোহলিবাহিনী। আজ নির্ণায়ক ম্যাচে ৩৫ রানে হেরে গিয়ে সিরিজ় হেরে যায় ভারত। কোহলির অধিনায়কত্বে দেশের মাটিতে এইটি প্রথম ODI সিরিজ় হার ভারতের।
টস জিতে প্রথমে ব্যাট করে ২৭২ রান তোলে অজ়িরা। সৌজন্যে উসমান খোয়াজার সেঞ্চুরি। ১০৬ বলে ১০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০০ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাঁ-হাতি ওপেনার। রান তাড়া করতে নেমে ভারত ২৩৭ রানে অলআউট হয়ে যায়। সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ জিতলেও রাঁচি ও মোহালিতে অ্যারন ফিঞ্চদের হারাতে সক্ষম হয়নি বিরাটবাহিনী। ২৭৩ তাড়া করতে নেমে প্রথমেই ধওয়ানের উইকেট হারায় ভারত। এদিকে অষ্টম ভারতীয় হিসেবে ৮০০০ রানের এলিট ক্লাবে নাম লেখালেও ভারতকে জেতাতে পারলেন না রোহিত। ৮৯ বলে ৫৬ রানে শেষ হয় রোহিতের ইনিংস।
কেদার যাদব ও ভুবনেশ্বর কুমারের ব্যাটে ভর করে ২০০ রানের গন্ডি পেরোয় টিম ইন্ডিয়া। সপ্তম উইকেটে ৯১ রানের পার্টনারশিপ করেন তাঁরা। তবে জয়ের দুয়ার অবধি পৌঁছে দিতে পারেননি। কেদার যাদব ৪৪ ও ভুবনেশ্বর কুমার ৪৬ রান করে আউট হয়ে যান। এরপর আর জয়ের লক্ষ্য অবধি পৌঁছতে পারেনি টিম ইন্ডিয়া।