বিশাখাপটনম, 5 অক্টোবর : বল ঘুরছে প্রায় এক হাত । ফ্রন্ট ফুটে খেললেও মুশকিল । কোথা দিয়ে যে বল এসে উইকেট ছিটকে দেয় বোঝার জো নেই । আবার ব্যাক ফুটে খেললে নিশ্চিত LBW । ফ্লিপার ছুটে আসছে হঠাৎ হঠাৎ । পিচ যে ভাঙছে তা তৃতীয় দিনেই বোঝা যাচ্ছিল । ছবিটা আরও ঝকঝকে হল চতুর্থ দিনের শেষে । পিচ ভাঙা মানেই স্পিনের কারসাজি । আর তাই, জাদেজা-অশ্বিনের হাত ধরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত ।
বিশাখাপটনমের মাঠ এমনিতে ব্যাটিংয়ের স্বর্গ । কিন্তু, কথায় আছে, ভারতের মাঠে খেলতে হলে স্পিনটাকে আগে সামলানো শিখতে হবে । কারণ, চতুর্থদিনের পর থেকেই এই পিচই বদলে যাবে । কোন যে বল ঘুরবে আর কোন বল সোজা আসবে আপনি ধরতেই পারবেন না ।
চতুর্থ দিন কেমন কাটল দু'দলের ? শুরুটা অবশ্য ভালো কেটেছে দক্ষিণ আফ্রিকার । শেষ দুই উইকেটে 55 রান তোলা মুখের কথা নয় । তাও আবার অশ্বিন-জাদেজাদের স্পিনের ছোবলের সামনে । প্রশংসা করতেই হয় মুথুস্বামীর । তিনি 33 রানের ঝকঝকে ইনিংস খেলেন । সঙ্গ দেন রাবাডা (15) । দক্ষিণ আফ্রিকার শেষ দুই উইকেট সংগ্রহ করেন অশ্বিন । কামব্যাক ম্যাচের প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ 7 উইকেট । মোট উইকেট সংখ্যা 349 । আর একটি উইকেট দখল করলেই সবথেকে কম ইনিংসে মুরলিধরনের 350 উইকেট সংগ্রহের রেকর্ড ভাঙবেন ।
জানিয়ে রাখা ভালো, প্রথম ইনিংসে ভারত তোলে 502 রান । সৌজন্যে ময়ঙ্কের 215 ও রোহিতের 176 । জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে 431 রান । 71 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ভারতীয় দল । ব্যক্তিগত 7 রানের মাথায় আউট হন ময়ঙ্ক । তারপরই শুরু হয় রোহিত-ঝড় । পূজারাকে সঙ্গে নিয়ে দুরন্ত খেলতে থাকেন হিটম্যান । ব্যক্তিগত 81 রান করে আউট হন পূজারা । এরপর সেঞ্চুরি করেন রোহিত । ব্যক্তিগত 127 রান করে আউট হন তিনি । প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্টাম্প হন রোহিত । বোলার সেই কেশব মহারাজ । শেষদিকে হাত খুলে মারেন জাদেজা (40), বিরাট (31) ও রাহানে (27) । তখন যেন মনে হচ্ছিল, T-20 ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল । এই রাহানেকেই বিশ্বকাপ দলে সুযোগ দেননি কোহলি-শাস্ত্রীরা । বলা হয়েছিল, তিনি না কি স্ট্রাইক রোটেট করতে পারেন না । এদিনের খেলা দেখে সেই ভুল হয়তো ভাঙবে অনেকেরই ।
এই সংক্রান্ত আরও খবর : রোহিত 'রেকর্ড' শর্মা
দ্বিতীয় ইনিংসে 4 উইকেট হারিয়ে ভারত তোলে 323 রান । তিন স্পিনার (একজন পার্ট টাইম বোলার) নিয়েও কাজের কাজ করতে পারেন দক্ষিণ আফ্রিকা । বলা ভালো রোহিতরা করতে দেননি । এগিয়ে এসে তুলে মেরেছেন । চার-ছক্কার বন্যা বয়ে গেছে ।
দিন শেষের 9 ওভার আগে ইনিংস ডিক্লেয়ার করেন কোহলি । দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা 395 । শুরুতেই অবশ্য এলগারের উইকেট হারিয়েছে প্রোটিয়াসরা । তাঁকে এই ইনিংসেও আউট করেন রবীন্দ্র জাদেজা । মাত্র 2 রানে তিনি LBW হন । ক্রিজ়ে রয়েছেন মাকরাম (3) ও ডে ব্রুইন (5) । তবে, পঞ্চম দিনে অশ্বিন-জাদেজার ঘূর্ণি কতটা সামাল দিতে পারেন সেটাই এখন দেখার ।