পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলির অনুপস্থিতিতে এই জয় বড় বার্তা দিয়েছে : শিখর - India giving strong message in 2nd Test in Kohli's absence, says Dhawan

মেলবোর্ন টেস্টে বিরাটের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলেনি ভারতীয় দলে । এই জয়ই তার প্রমাণ। বলছেন, শিখর ধাওয়ান ।

Dhawan
Dhawan

By

Published : Dec 29, 2020, 3:27 PM IST

দিল্লি, 29 ডিসেম্বর : বিরাট কোহলির অনুপস্থিতি অস্ট্রেলিয়াকে বাড়তি সুবিধা দেবে । এমনই ধারণা ছিল ক্রিকেট বিশেষজ্ঞদের । কিন্তু সেটা তো হলই না, উলটে ব্যাটে- বলে অজিদের টেক্কা দিয়ে মেলবোর্নে ম্যাচ বের করে নিল ভারত । কোহলির অনুপস্থিতিতে তাই বক্সিং ডে টেস্টে জয় বিপক্ষের কাছে বড় বার্তা দিয়েছে বলে মনে করছেন ওপেনার শিখর ধাওয়ান ।

দিল্লির হয়ে আসন্ন মুস্তাক আলি টি - 20তে নেতৃত্ব দিতে চলেছেন ধাওয়ান । জাতীয় টি -20 টুর্নামেন্টের প্রস্তুতির ফাঁকে ধাওয়ান বলেছেন, "বিরাটের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল দারুণ খেলেছে । ভারত সিরিজ জিতবে বলে আমার আশা । ওরা দারুণ খেলছে এবং ব্যাটে- বলে বড় বার্তা দিয়েছে । এতে বোঝা যাচ্ছে যে আমাদের বেঞ্চ কতটা শক্তিশালী । যে কোনও পরিস্থতির জন্য তৈরি আমাদের দল ।"

এ-দিকে সীমিত ওভারের সিরিজ শেষে দেশে ফিরে আসা ধাওয়ান এখন ঘরোয়া টি - 20 টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন । ধাওয়ান ছাড়াও দিল্লির হয়ে খেলবেন ইশান্ত শর্মা ।

ABOUT THE AUTHOR

...view details