দুবাই, 30 জানুয়ারি : অস্ট্রেলিয়া সিরিজ়ে ব্যাট হাতে সাফল্যের পুরস্কার পেলেন ভারতীয় টপ অর্ডারের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৷ আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় বেশ কয়েক ধাপ উঠে 6 নম্বরে চলে এলেন তিনি ৷ সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ায় 7 নম্বরে নেমে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৷ তিনি 7 নম্বরে রয়েছেন ৷ অন্য়দিকে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে নিজের 8 নম্বর স্থান ধরে রেখেছেন ৷
চেতেশ্বর পূজারার শ্লথ গতির ইনিংস হামেশাই সমালোচিত হয় ৷ তবে, সিডনি ও গাব্বায় ভারতীয় ব্যাটিং লাইন আপকে অজ়িদের পেস থেকে রক্ষা করেছিলেন তিনি ৷ এমনকী গাব্বায় তাঁর ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে শ্লথ গতির ইনিংস একদিক থেকে ভারতীয় ব্যাটিং লাইন আপকে ভরসা জুগিয়েছিল ৷ এমনকি লোয়ার অর্ডারকে অজ়ি বোলিং লাইন আপের সামনে পড়া থেকে বাঁচিয়ে ছিলেন পূজারা ৷ তবে, শুধু পূজারা নন, অধিনায়ক বিরাট কোহলিও তাঁর 4 নম্বর স্থানটি ধরে রেখেছেন ৷ পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজ়ে বিশ্রামে থাকা ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস 2 ধাপ নেমে তিনি 10 নম্বরে রয়েছেন ৷