পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেস্টে ব্য়াটিং ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন পূজারা, 4 নম্বরে বিরাট

আইসিসির টেস্ট ব্য়াটিং তালিকায় একধাপ উঠে 6 নম্বরে এলেন চেতেশ্বর পূজারা ৷ 8 নম্বর রয়েছেন টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ টেস্টে বোলারদের তালিকাতেও ভারতীয় বোলাররা তাঁদের হারানো পজিশন ফিরে পেয়েছেন ৷ রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরা যথাক্রমে 8 ও 9 নম্বরে উঠে এসেছেন ৷

India batsman Cheteshwar Pujara has leapfrogged Pakistan skipper Babar Azam to go to the sixth spot in the latest ICC Test batting rankings
আইসিসি’র টেস্টে ব্য়াটিং তালিকায় উঠে এলেন পূজারা, উন্নতি বোলাদের তালিকাতেও

By

Published : Jan 30, 2021, 10:21 PM IST

দুবাই, 30 জানুয়ারি : অস্ট্রেলিয়া সিরিজ়ে ব্যাট হাতে সাফল্যের পুরস্কার পেলেন ভারতীয় টপ অর্ডারের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৷ আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় বেশ কয়েক ধাপ উঠে 6 নম্বরে চলে এলেন তিনি ৷ সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ায় 7 নম্বরে নেমে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৷ তিনি 7 নম্বরে রয়েছেন ৷ অন্য়দিকে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে নিজের 8 নম্বর স্থান ধরে রেখেছেন ৷

চেতেশ্বর পূজারার শ্লথ গতির ইনিংস হামেশাই সমালোচিত হয় ৷ তবে, সিডনি ও গাব্বায় ভারতীয় ব্যাটিং লাইন আপকে অজ়িদের পেস থেকে রক্ষা করেছিলেন তিনি ৷ এমনকী গাব্বায় তাঁর ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে শ্লথ গতির ইনিংস একদিক থেকে ভারতীয় ব্যাটিং লাইন আপকে ভরসা জুগিয়েছিল ৷ এমনকি লোয়ার অর্ডারকে অজ়ি বোলিং লাইন আপের সামনে পড়া থেকে বাঁচিয়ে ছিলেন পূজারা ৷ তবে, শুধু পূজারা নন, অধিনায়ক বিরাট কোহলিও তাঁর 4 নম্বর স্থানটি ধরে রেখেছেন ৷ পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজ়ে বিশ্রামে থাকা ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস 2 ধাপ নেমে তিনি 10 নম্বরে রয়েছেন ৷

আরও পড়ুন : ব্রিটিশ সিংহ বধে ভরসা কি হবেন হার্দিক ?

টেস্ট বোলারদের তালিকাতেও ভারতীয় বোলাররা তাঁদের হারানো পজ়িশন ফিরে পেয়েছেন ৷ রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরা যথাক্রমে 8 ও 9 নম্বরে উঠে এসেছেন ৷ অন্য়দিকে, শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে অসাধারণ বোলিং পারফর্মেন্সের জন্য এক ধাপ উঠে 6 নম্বরে রয়েছেন ইংল্যান্ডের সিমার জিমি অ্য়ান্ডারসন ৷

ABOUT THE AUTHOR

...view details