পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনি তুমি যেও না, আর্জি লতা মঙ্গেশকরের

ধোনিকে এখনই অবসর না নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন লতা মঙ্গেশকর ।

ধোনিকে এখনই অবসর না নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন লতা মঙ্গেশকর

By

Published : Jul 11, 2019, 7:08 PM IST

Updated : Jul 11, 2019, 11:01 PM IST

মুম্বই, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত । এরপরই শুরু হয়েছে জোর জল্পনা । এটাই কি তবে ভারতের হয়ে শেষ ম্যাচ ছিল মহেন্দ্র সিং ধোনির । যদিও এখনও অবসরের কথা ঘোষণা করেননি তিনি । আর এখনই অবসর না নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন লতা মঙ্গেশকর ।

আজ ধোনিকে অবসর না নেওয়ার আর্জি জানিয়ে টুইট করেন লতা মঙ্গেশকর । টুইটে তিনি লেখেন, "নমস্কার এমএস ধোনি জি । আমি শুনছি আপনি অবসর নিতে চলেছেন । দয়া করে আপনি এমনটা ভাববেন না । আপনার খেলা এখনও দেশের দরকার রয়েছে । আমার অনুরোধ, অবসরের বিষয়টি আপনি মন থেকে ঝেড়ে ফেলুন ।"

গতকাল শুরুতেই পরপর উইকেট হারায় ভারত । আর ধোনি রান আউট হওয়ার পরই স্বপ্নভঙ্গ হয় কয়েক কোটি ভারতীয় সমর্থকের ।

তবে নিউজ়িল্যান্ডের কাছে বিরাট বাহিনী হেরে যাওয়ার পর ভারতীয় দলকে উদ্বুদ্ধ করে গুলজারের "আকাশ কে উস পার ভি" গানটি উত্‍‌সর্গ করেন লতা । তিনি লেখেন, "কাল আমরা জিততে না পারলেও হেরে যাইনি । ক্রিকেটের জন্য গুলজার সাহেবের লেখা এই গান আমি আমাদের দলকে উত্‍‌সর্গ করছি ।"

Last Updated : Jul 11, 2019, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details