মুম্বই, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত । এরপরই শুরু হয়েছে জোর জল্পনা । এটাই কি তবে ভারতের হয়ে শেষ ম্যাচ ছিল মহেন্দ্র সিং ধোনির । যদিও এখনও অবসরের কথা ঘোষণা করেননি তিনি । আর এখনই অবসর না নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন লতা মঙ্গেশকর ।
আজ ধোনিকে অবসর না নেওয়ার আর্জি জানিয়ে টুইট করেন লতা মঙ্গেশকর । টুইটে তিনি লেখেন, "নমস্কার এমএস ধোনি জি । আমি শুনছি আপনি অবসর নিতে চলেছেন । দয়া করে আপনি এমনটা ভাববেন না । আপনার খেলা এখনও দেশের দরকার রয়েছে । আমার অনুরোধ, অবসরের বিষয়টি আপনি মন থেকে ঝেড়ে ফেলুন ।"