দুবাই, 2 ফেব্রুয়ারি: প্লেয়ার অফ দ্য মান্থের প্রথম নমিনেশনের তালিকা প্রকাশ করল আইসিসি ৷ যেখানে পুরুষ বিভাগে সেরা ক্রিকেটারের নমিনেশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের ঋষভ পন্থ, ইংল্যান্ডের জো রুট এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং ৷ অন্যদিকে মহিলা ক্রিকেটারদের বিভাগে রয়েছেন- পাকিস্তানের দিয়ানা বেইগ, সাউথ আফ্রিকার শাবনিম ইসমাইল এবং মারিজ়ান ক্যাপ ৷
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় সিডনি এবং ব্রিসবেন টেস্টে 97 রান ও অপরাজিত 89 রানের ইনিংস খেলেছিলেন ঋষভ ৷ সিডনিতে ঋষভের 97 রানের ইনিংস ভারতকে হারা ম্যাচ ড্র করতে সাহায্য করেছিল ৷ অন্যদিকে, ব্রিসবেনে 89 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি ৷ একইভাবে শ্রীলঙ্কায় 2 ম্যাচের টেস্ট সিরিজে জো রুটের 228 এবং 186 রানের ইনিংসে ভর করে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড ৷ দুই ব্যাটসম্যানের এই ম্যাচ জেতানো ইনিংসের সুবাদেই আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থের জন্য তাঁদের নাম বেছে নেওয়া হয়েছে ৷