দিল্লি, 20 জুলাই : স্থগিত রাখা হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এবছরের টি-20 বিশ্বকাপ ৷ কোরোনা ভাইরাসের জেরে অবশেষে স্থগিত করা হল ক্রিকেটের অন্যতম মেগা ইভেন্ট ৷ চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আসর বসার কথা ছিল ৷ কিন্তু প্যানডেমিকের কথা ভেবে আজ ICC-র বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল ৷
চলতি বছরে টুর্নামেন্ট স্থগিত করার আগে সমস্ত রাস্তা খতিয়ে দেখা হয় ৷ এখনও পর্যন্ত 6 বার এই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ৷ শেষবার 2016 সালে ভারতে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়৷ সেবার বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ় ৷
ICC র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘ আজকের IBC ( ICC-র কর্মাশিয়াল সাবসিডারি) বৈঠকে ICC-র পরবর্তী তিনটি ইভেন্টের সূচি নিশ্চিত করতে চাইছিল ৷ এবং কোরোনা ভাইরাসের কারণে ক্ষতি থেকে ফিরতে ক্রিকেটকে সুযোগ দিতে চেয়েছেন ৷’’
ICC তাদের পরবর্তী তিনটি ইভেন্টের নতুন সূচিও জানিয়ে দেয় ৷ এমন কী 2023 বিশ্বকাপের সূচিতেও পরিবর্তন করা হয়েছে ৷
নতুন সূচি অনুযায়ী পুরুষদের পরবর্তী তিনটি ICC ইভেন্ট