পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মিতালি-ঝুলনদের অভাববোধ করলেও বিশ্বকাপ জয় নিয়ে ইতিবাচক হরমনপ্রীত - Indian womens cricket team

মিতালি রাজ-ঝুলন গোস্বামীর মতো অভিজ্ঞদের ছাড়াই অস্ট্রেলিয়ায় কুড়ি-বিশের বিশ্বকাপ যুদ্ধে ঝাঁপাতে চলেছে ভারত ৷ 21 ফেব্রুয়ারি ভারতের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আয়োজক দেশ অস্ট্রেলিয়া ৷ দলে এখনও উন্নতির প্রয়োজন রয়েছে ৷ তবুও বিশ্বকাপ জয় নিয়ে আশাবাদী অধিনায়ক হরমনপ্রীত কউর ৷

harmanpreet kaur
হরমনপ্রীত

By

Published : Feb 17, 2020, 8:39 PM IST

সিডনি, 17 ফেব্রুয়ারি: আশা জাগিয়েও 2017-র 50 ওভারের বিশ্বকাপ ফাইনাল থেকে ফিরতে হয়েছিল খালি হাতে ৷ পরের বছর ভিভ রিচার্ডসের দেশে বসেছিল টি-20 বিশ্বকাপের আসর ৷ সেমিফাইনালে ইংল্যান্ডে কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল ভারতকে ৷ এরপর রীতিমতো ঝড় বয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দলে ৷ ফের একবার দোরগোড়ায় মেয়েদের কুড়ি-বিশের বিশ্বকাপ ৷ দল ধীরে ধীরে উন্নতি করলেও ভারতের খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে, বিশ্বাস অধিনায়ক হরমনপ্রীত কউরের ৷ ইতিবাচক মনোভাব নিয়েই অস্ট্রেলিয়া উড়ে গেছে ওমেন ইন ব্লু ৷

21 ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়ে যাচ্ছে কুড়ি-বিশে বিশ্বসেরা হওয়ার লড়াই ৷ প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত ৷ এখনও পর্যন্ত একবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠার সৌভাগ্য না হলেও 50 ওভারের ফরম্যাটে বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতের ৷ সোমবার ICC-কে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক হরমনপ্রীত বলেন, "আমাদের টিম ধীরে ধীরে উন্নতি করছে ৷ সবাইকে ভীষণ ইতিবাচক দেখাচ্ছে ৷ জিততে পারলে সেটা বিশাল সাফল্য হবে আমাদের কাছে ৷ নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ কারণ 2017 সালের (50 ওভারের বিশ্বকাপ ফাইনাল) প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়ে গেছিলাম ৷"

2018 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ইংল্যান্ডের কাছে হেরে ফিরতে হয়েছিল ভারতকে ৷ তারপরই দলের কোচ রমেশ পাওয়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন মিতালি রাজ ৷ মিতালির এই অভিযোগে দু'ভাগ হয়ে যায় দল ৷ যার জেরে পরে কোচের পদ থেকে সরতে হয়েছিল পাওয়ারকে ৷ টি-20 ফরম্যাট থেকে গতবছরই অবসর নিয়েছেন মিতালি ৷ দলে নেই ঝুলন গোস্বামীর মতো আরও এক অভিজ্ঞ মুখ ৷ স্মৃতি মান্ধানা, বেদা কৃষ্ণমূর্তি, শেফালি ভার্মা ছাড়া দলে রয়েছে কয়েকটি নতুন মুখ ৷ 15 সদস্যের দলে ডাক পেয়েছেন বাংলার মেয়ে রিচা ঘোষ ৷ মিতালি-ঝুলনদের অভাববোধ করলেও নতুনদের নিয়ে বিশ্বকাপের বৈতরণী পার করতে চাইছেন হরমনপ্রীত ৷

বিশ্বকাপে ভারতের সূচি

ভারত বনাম অস্ট্রেলিয়া- ২১ ফেব্রুয়ারি, দুপুর ১.৩০ টা

ভারত বনাম বাংলাদেশ-২৪ ফেব্রুয়ারি, বিকেল ৪.৩০ টে

ভারত বনাম নিউজিল্যান্ড- ২৭ ফেব্রুয়ারি, রাত ৮.৩০ টা

ভারত বনাম শ্রীলঙ্কা- ২৯ ফেব্রুয়ারি, দুপুর ১.৩০ টা

ABOUT THE AUTHOR

...view details