পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অনুষ্ঠানে ঢোকার অনুমতি পাননি কোচ কার্স্টেন, অনুষ্ঠান বাতিল করেছিলেন ধোনি

9 বছর আগের ঘটনা ৷ তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যবহারে মুগ্ধ গ্যারি কার্স্টেন এতদিন পরও সেই ঘটনার কথা ভোলেননি ৷

copy
copy

By

Published : Jul 16, 2020, 6:44 PM IST

Updated : Jul 16, 2020, 7:57 PM IST

দিল্লি, 16 জুলাই : কোচ-অধিনায়কের সেই জুটি 28 বছর পর দেশকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিল ৷ কোচ গ্যারি কার্স্টেনকে অত্যন্ত শ্রদ্ধা করতেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ কোচ-অধিনায়কের সম্পর্ককে ছাপিয়ে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ৷ ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর 9 বছর পর ধোনির সঙ্গে তাঁর বন্ধুত্বের গল্প শুনিয়েছেন কার্স্টেন ৷

ঘটনাটা 2011 সালের ৷ বিশ্বকাপের ঠিক আগে ৷ ম্যাচের কারণে বেঙ্গালুরুতে ছিল ভারতীয় দল ৷ সেই সময় বেঙ্গালুরুর একটি ফ্লাইট স্কুলের অনুষ্ঠানে ভারতীয় দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু গ্যারি কার্স্টেন ও দুই সাপোর্ট স্টাফ বিদেশি হওয়ায় নিরাপত্তার কারণে তাঁদের অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি ৷ এরপরের ঘটনা সম্পর্কে কার্স্টেন বলেছেন, "সেই ঘটনার কথা কোনওদিন ভুলব না ৷ কোচ ও সাপোর্ট স্টাফদের ঢোকার অনুমতি নেই শুনে সেই অনুষ্ঠানে যাওয়া বাতিল করে ধোনি ৷ ও বলেছিল, এরা সবাই আমার টিমের অংশ ৷ তাই ওদের ঢুকতে অনুমতি না দেওয়া হলে আমরাও যাব না ৷ এমনই মানুষ মহেন্দ্র সিং ধোনি ৷"

তাঁদের দুজনের ভালো সম্পর্কের কারণেই ভারতীয় দল খারাপ সময় থেকে দ্রুত বেরিয়ে এসেছিল ৷ জানিয়েছেন কার্স্টেন ৷ তাঁর কথায়, "ধোনি ভীষণ লয়্যাল ৷ দল সব সময় ম্যাচ জিতত না ৷ এমন খারাপ সময়ে আমরা দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটাতাম ৷ কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করতাম ৷ কোচ থাকাকালীন আমাদের মধ্যে এমনই স্ট্রং বন্ড ছিল ৷" এছাড়া ধোনির নেতৃত্বের প্রশংসাও করেন প্রোটিয়া কোচ ৷

Last Updated : Jul 16, 2020, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details