মুম্বই, 24 সেস্টেম্বর : মুম্বইয়ের হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোনস ৷ তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্রডকাস্টারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য ভারতে এসেছিলেন তিনি ৷ বৃহস্পতিবার মুম্বইয়ের হোটেলে তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় ৷
ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্রডকাস্টার স্টার স্পোর্টসের তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয় ৷ বিবৃতিতে স্টার স্পোর্টস বলে, ‘‘দুঃখের সঙ্গে আমরা মিস্টার ডিন মারভ্যাইন জোনসের মৃত্যুর খবর জানাচ্ছি ৷ আমরা ওর পরিবারকে সমবেদনা জানাই ৷ এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে থাকব ৷ আমরা অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেছি ৷’’