পশ্চিমবঙ্গ

west bengal

স্পট ফিক্সিংয়ের দায়ে 17 মাসের জেল পাকিস্তানি ক্রিকেটারের

By

Published : Feb 8, 2020, 1:40 PM IST

ফিক্সিংয়ের দায়ে 17 মাসের জেল হল পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের ৷ দুই বুকি আনোয়ার ও ইজাজ়ের যথাক্রমে 40 ও 30 মাসের জেল হয়েছে ৷

image
নাসির জামশেদ

দিল্লি, 8 ফেব্রুয়ারি : স্পট ফিক্সিংয়ের অপরাধে 17 মাস জেল হল প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের ৷ ব্যাটসম্যান নাসির জামশেদ দুই ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মহম্মদ ইজাজ়ের সঙ্গে ফিক্সিংয়ের প্রোরচনায় যুক্ত ছিলেন ৷ তদন্তের পর জাতীয় অপরাধ দমন শাখা (NCA) জামশেদকে গ্রেপ্তার করে ৷ দোষ প্রমাণিত হওয়ায় জামশেদকে 17 মাস, আনোয়ারকে 40 মাস ও ইজাজ়কে 30 মাসের জেলের সাজা শোনানো হয়েছে ৷

2018 সালে ফিক্সিংয়ের ঘটনা সামনে আসতে জামশেদকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ টি-20র স্পট ফিক্সিংয়ের অংশ হিসাবে সতীর্থদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছিলেন । NCA -র পক্ষ থেকে জানানো হয় একজন গোয়েন্দা বেটিং সিন্ডিকেটের সদস্য সেজে তথ্য প্রমাণ সংগ্রহ করেন ৷

স্পট ফিক্সিং হল ম্যাচ ফিক্সিংয়ের একটি অংশ ৷ যেখানে ম্যাচের কয়েকটি নির্দিষ্ট জায়গায় ফিক্সং করা হয় ৷ নাসির জামশেদ পাকিস্তানের হয়ে ক্রিকেটের তিন সংস্করণেই খেলেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details