সাউদাম্পটন, 12 জুলাই : শেষ দুই বছরে ইনল্যান্ডের সেরা পেসার স্ট্রুয়ার্ট ব্রডকে বসিয়ে তাঁকে দলে নেওয়ায় ক্রিকেট বিশ্বে ঝড় উঠেছিল ৷ কিন্তু প্রথম টেস্টের পঞ্চম দিনের শুরুতেই সেই আর্চারের বেসামাল ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতায় ইনিংস ৷ দিনের শুরুতেই 313 রানে অলউইকেট ইংল্যান্ড ৷ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের দরকার ছিল 200 রান ৷ কিন্তু শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ়কে ঝটকা দেন জোফ্রে আর্চার ৷ মাত্র 7 রানে দুই উইকেট হারায় ক্যারিবিয়ানরা ৷
আর্চারের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সমালোচনার ঝড় ওঠে ৷ কিন্তু স্টপগ্যাপ ইংল্যান্ড অধিনায়ক ব্রডের পরিবর্তে আর্চারের উপরই ভরসা রেখেছিলেন ৷ প্রথম ইনিংসে কোনও দাগ কাটতে পারেননি ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের হিরো ৷ অন্যদিকে মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন পেসার টিনো বেস্টের সঙ্গে টুইট যুদ্ধে মেতেছিলেন ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ম্যাচের শেষ দিনে দুরন্ত ফর্মে পাওয়া গেল জোফ্রে আর্চারকে ৷ ম্যাচের 5.4 ওভারেই ক্রেগ ব্রেথওয়েটের উইকেট তুলে নেন তিনি ৷ নিজের পরের ওভারেই ফের তুলে নেন শামারহ ব্রুকের উইকেট ৷ আর্চারের ইন সুইং বলে প্লে-ডাউন হন ব্রেথওয়েট ৷ অন্যদিকে আর্চারের মিডল স্টাম্পের বলে কোনও উত্তরই ছিল না ব্রুকের কাছে ৷