পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL থেকে নাম প্রত্যাহার ক্রিস ওকসের - টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ইংল্যান্ড ক্রিকেটার ক্রিস ওকস

ক্রিসের এই সিদ্ধান্তে দল সাজানো নিয়ে দুশ্চিন্তায় পড়ল দিল্লি ক্যাপিটালস ৷ বোলিং বিভাগের প্রধান তিন অস্ত্রের মধ্যে দু’জন সম্প্রতি চোট থেকে উঠছেন ৷ টুর্নামেন্টে রাবাডা ও ইশান্তের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷

image
নাম প্রত্যাহার ক্রিস ওকসের

By

Published : Mar 7, 2020, 6:07 PM IST

দিল্লি, 7 মার্চ : IPL শুরু হতে হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ দলগুলি নিজের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ কিন্তু এর মধ্যে দুঃসংবাদ দিল্লি ক্যাপিটালসের ৷ টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ইংল্যান্ড ক্রিকেটার ক্রিস ওকস ৷ ইতিমধ্যে নিজের সিদ্ধান্তের কথা দলকে জানিয়ে দিয়েছেন ৷

নিলামে 1.50 কোটি টাকা খরচ করে ক্রিস ওকসকে কেনে দিল্লি ক্যাপিটালস ৷ কিন্তু দেশের হয়ে খেলার জন্য বিশ্রাম নিতে চান তিনি ৷ তাই IPL থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ৷

ক্রিসের এই সিদ্ধান্তে দল সাজানো নিয়ে দুশ্চিন্তায় পড়ল দিল্লি ক্যাপিটালস ৷ বোলিং বিভাগের প্রধান তিন অস্ত্রের মধ্যে দু’জন সম্প্রতি চোট থেকে উঠছেন ৷ টুর্নামেন্টে রাবাডা ও ইশান্তের খেলা নিয়ে সংশয় ৷ তাঁর মধ্যে ওকসের নাম তুলে নেওয়ায় বড় ধাক্কা খেল শ্রেয়সের দল ৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলার পরই IPL-এ যোগ দেওয়ার কথা ইংল্যান্ড ক্রিকেটারদের ৷ এর আগে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন ৷

29 মার্চ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 13 তম IPL ৷ দিল্লি ক্যাপিটালস তাদের যাত্রা শুরু করবে 30 মার্চ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details