পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গোলাপি বলে টেস্ট ম্যাচের অনুমতি, সেজে উঠছে ইডেন

সবুজ সংকেত মিলতেই সাজ সাজ রব ইডেনে ৷

গোলাপি বলে টেস্ট ম্যাচের অনুমতি, সেজে উঠছে ইডেন

By

Published : Oct 30, 2019, 10:08 AM IST

কলকাতা, 29 অক্টোবর : নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিতেই বঙ্গ ক্রিকেটের হেড কোয়ার্টারে সাজ সাজ রব । CAB সচিব অভিষেক ডালমিয়া বলেছেন, ''এক কথায় বললে আমরা অত্যন্ত আনন্দিত । ক্রিকেটপ্রেমীদের কাছে অসাধারণ আনন্দের খবর । ইডেনে এর আগে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে । নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ ইডেনের মুকুটে আরেকটি পালক যোগ করবে ।''

বাংলাদেশ ক্রিকেট দল নভেম্বর মাসের 3 তারিখ থেকে ভারত সফর শুরু করছে । আগামীকাল এই দেশে পা রাখছে । গত এক সপ্তাহ ধরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পদ্মা পারের ক্রিকেট। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার শাকিব আল হাসান ক্রিকেট জুয়াড়িদের সঙ্গে তাঁর কথোপকপনের কথা ICC ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না জানানোর জন্য দুই বছরের নির্বাসনের শাস্তির কবলে পড়েছেন । এই ভুলের জন্যে দুঃখ প্রকাশ করেছেন বাঁ-হাতি অলরাউন্ডার । এই ঘটনায় ওপার বাংলার ক্রিকেট উত্তাল। টালমাটাল পরিস্থিতি সত্ত্বেও নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাবে BCB-র ইতিবাচক উত্তরে BCCI খুশি ।

সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ইডেনে । ম্যাচ আয়োজন ঘিরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধিত করা হবে সেই টেস্টের ভারতীয় দলের সদস্যদেরও । এই পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । শুধু তাই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ ও তাঁর সবুজ সংকেত পাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি । ইতিমধ্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেছেন তিনি সৌরভের জন্যই 22 নভেম্বর ইডেনে যাবেন ।

CAB সচিব অভিষেক ডালমিয়া বলেছেন, আগামী 3 সপ্তাহ তারা যুদ্ধকালীন তৎপরতায় সব কাজ করবেন । ভারতীয় ক্রিকেট বোর্ডের এই উদ্যোগের সমর্থনে CAB যে সবসময় আছে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি । বুধবার থেকেই তাঁরা সব পরিকল্পনা সাজিয়ে ফেলতে চাইছেন । ইডেন টেস্টের মঞ্চে অলিম্পিকে অবদানের জন্যে মেরি কম ও পিভি সিন্ধুকে সংবর্ধনার পরিকল্পনা রয়েছে CAB-র ।

বাংলাদেশের কোচ রাসেল ডোমেঙ্গো বলেছেন ভারত ও বাংলাদেশ দুই দেশের কাছেই এই সুযোগটি প্রথম । ফলে ইডেনের আবহে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্যে তারা উৎসুক । ইতিমধ্যে বিষয়টি নিয়ে দলের সিনিয়র ক্রিকেটার ও কোচের সঙ্গে আলোচনা করে সবুজ সংকেত দিয়েছে BCB।

ABOUT THE AUTHOR

...view details