পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্পিনারদের মানসিক জোর বাড়াতে দাওয়াই উৎপলের - Kolkata

বাংলার দলে প্রতিভার অভাব নেই । দরকার সামান্য সংশোধন । তাই স্পিনারদের মনোবল বাড়াতে পরামর্শ দিলেন উৎপল চ্যাটার্জি ।

উৎপল চ্যাটার্জি

By

Published : Jun 22, 2019, 12:00 AM IST

কলকাতা, 21 জুন: বৃষ্টিতে ছুটি নেই উৎপল স্যারের ক্লাসে । বাংলা দলের স্পিনারদের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দ্রুত মাঠে নেমে পড়েছেন উৎপল চ্যাটার্জি ।

বাংলার দলে প্রতিভার অভাব নেই । দরকার সামান্য সংশোধন । তাই সেই সংশোধনের কাজ করতেই প্রদীপ্ত প্রামাণিক,আমির গনি, ঋত্বিক চ্যাটার্জি সহ নয় জনকে নিয়ে মাঠে অনুশীলনে নেমে পড়েছিলেন উৎপলবাবু । দ্বিতীয় দিনের অনুশীলনে বৃষ্টি বিঘ্ন ঘটালেও ছুটি মেলেনি প্রদীপ্ত, আমিরদের । বরং ক্রিকেটারদের মানসিক জোর বাড়ানো কোন পথে সম্ভব তা নিয়ে আলোচনা সারলেন উৎপল চ্যাটার্জি ।

আরও পড়ুন : অনুশীলনের অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের টিটি, মুখ্যমন্ত্রীর কাছে মান্তু ঘোষ

উৎপল চ্যাটার্জি বলেন, নিয়ন্ত্রণ ও নিশানা ঠিক রাখতে পারলেই কাজটা অনেক সহজ হয়ে যায়। বল স্পিন করানোর ক্ষমতা কম থাকলে সেই খামতি নির্ভুল নিশানায় বল করার মাধ্যমে জয় করা সম্ভব । বৈচিত্র্যই স্পিন বোলিংয়ের আসল কথা ।

নিজের খেলোয়ার জীবনের উদাহরণ টেনে, কীভাবে ব্যাটসম্যানদের বিরুদ্ধে মানসিক লড়াই জিততে হবে তা শেখানোর চেষ্টা করেছেন স্পিনারদের পরামর্শদাতা । তবে নতুন মরসুমে বঙ্গ স্পিনারদের গুছিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী উৎপল চ্যাটার্জি । আজ দ্বিতীয় দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ অরুণলাল।

আরও পড়ুন : মোহনবাগানে ভারতের 'মেসি'

ABOUT THE AUTHOR

...view details