পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 সিরিজ়ে নেই ধোনি, অবাক নন সৌরভ - Dhoni

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অংশগ্রহণ এখন একটি অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে ৷ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের আগাম T-20 ম্যাচে দলে নেই মহেন্দ্র সিং ধোনি ৷ যদিও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানান বিষয়টি নিয়ে তিনি অবাক নন৷

ধোনি ও সৌরভ

By

Published : Sep 1, 2019, 12:27 PM IST

দিল্লি, 1 সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 ম্যাচে দলে নেই মহেন্দ্র সিং ধোনি ৷ এ নিয়ে অবাক নন, জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ৷ তাঁর মতে, ঋষভ পন্থের মতো নতুন খেলোয়াড়কে দলে রেখে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷


বিশ্বকাপের পর থেকে দু'মাসের ছুটিতে রয়েছেন ধোনি ৷ নির্বাচন কমিটি আনুষ্ঠানিক ভাবে ধোনিকে দলে না রাখার কারণ হিসেবে এটিকেই দেখিয়েছে ৷ সৌরভ গাঙ্গুলি বলেন, "না, আমি আশা করিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 সিরিজ়ে ভারতীয় দলে ধোনিকে রাখা হবে ৷"

তিনি আরও বলেন, "ধোনির সঙ্গে টিম ম্যানেজমেন্টের কী কথা হয়েছে আমি জানি না ৷ আমি এসবের থেকে অনেক দূরে ৷"

"প্রত্যেক খেলোয়াড়ের এরকম একটি সময় জীবনে আসে, যখন তাঁর খেলা থেকে অবসর নিতে হয় ৷ মারাদোনা, তেন্ডুলকর সবাই একটা সময় পর অবসর নিয়েছিলেন ৷ এখন ধোনিরও সময় এসেছে", বলেন সৌরভ ৷

তাঁর মতে, যদি বিরাট এবং টিম ম্যানেজমেন্ট মনে করেন ধোনি দলে খেলবেন তবে খেলবেন ৷ নির্বাচন কমিটি সিদ্ধান্ত নেবে ৷ ঋষভ তো ধোনি নন এবং আগামী তিন চার বছরে তিনি ধোনি হতেও পারবেন না ৷ মহেন্দ্র সিং ধোনির 15 বছর সময় লেগেছিল 'মহেন্দ্র সিং ধোনি' হয়ে উঠতে ৷

ABOUT THE AUTHOR

...view details