কলকাতা, ১২ ফেব্রুয়ারি : মাঠে নেমে পড়লেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। প্যাড, গ্লাভস পরে ব্যাট হাতে নেমে পড়লেন ইডেনের বাইশ গজে। চমকে যাবেন না। ভাবছেন রাজ্যের মন্ত্রীর ক্রিকেটার হওয়ার শখ হল বুঝি ! বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে দেখে অনুপ্রাণিত হলেন বোধ হয়। ভুল করলেন। আসলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ফাউন্ডেশন ডে উপলক্ষ্যে ম্যাচ আয়োজন করা হয়েছিল। কমিটি মেম্বাররা নিছকই মজার ছলে ইডেনের নৈশালোকে ম্যাচ খেললেন। বারো ওভারের ম্যাচে প্রেসিডেন্ট একাদশ বনাম সচিব একাদশের বাইশ গজের দ্বৈরথ।
ব্যাট ধরলেন রাজ্যের মন্ত্রী !
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ফাউন্ডেশন ডে উপলক্ষ্যে ম্যাচে ব্যাট হাতে নামলেন মন্ত্রী অরূপ রায়।
অরূপ রায়
CAB প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মাঠে উপস্থিত থেকে দুই দলকে উৎসাহ দিলেন। মা হাসপাতালে, তাই সচিব অভিষেক ডালমিয়া অনুপস্থিত। তবে মজার ম্যাচের আকর্ষণ অবশ্যই রাজ্যের মন্ত্রীমশাই। রান পাননি তিনি। তবে আনন্দ নিলেন। পরে বললেন, "বিরোধী শূন্য রাজ্যে ক্রিকেটে ব্যাটিং করাটা বেশ কঠিন। সময় পাই না। তাই মাঠে নেমে খেলা হয় না।"