দিল্লি, 26 অগাস্ট : বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে টেস্টে 600 উইকেটের নজির গড়ছেন জেমস অ্যান্ডারসন ৷ একই সঙ্গে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি ৷ আর অ্যান্ডারসনের এই কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট বিশ্ব ৷
ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে উইকেটের বিচারে অ্যান্ডারসনের সামনে মুথাইয়া মুরলীধরণ, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়ার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে অ্যান্ডারসনকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটে সৌরভ লিখেছেন, ‘‘ জেমস অ্যান্ডারসন, তোমাকে শুভেচ্ছা জানাই ৷ একজন পেসার হিসেবে 156টি টেস্ট ম্যাচ খেলা, এক কথায় অসাধারণ ৷ তুমি প্রত্যেক তরুণ পেস বোলারের অনুপ্রেরণা ৷’’
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন বোলার ভিভিয়ান রিচার্ড অ্যান্ডারসনের 600 টেস্ট উইকেটকে একটি অসাধারণ রেকর্ড বলে বর্ণনা করেছেন ৷