পশ্চিমবঙ্গ

west bengal

ট্রেনিং ও অফিস শুরু করার জন্য SOP তৈরি করল CAB

By

Published : May 30, 2020, 3:58 PM IST

গতকাল ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যেমে CAB -র মেডিকেল কমিটি একটি বৈঠকে বসে ৷ তবে শুধু ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা ছাড়াও বৈঠকে ছিলেন শহরের নামীদামি হাসপাতালের চিকিৎসকরা ৷ তারপরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করল CAB ৷

image
CAB

কলকাতা, 30 মে : স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা SOP তৈরি করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB ৷ বাংলার ক্রিকেট সংস্থার অফিস ও বাংলা দলের ট্রেনিং শুরু করার জন্য এই SOP তৈরি করা হল ৷

গতকাল ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যেমে CAB -র মেডিকেল কমিটি একটি বৈঠকে বসে ৷ তবে শুধু ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা ছাড়াও বৈঠকে ছিলেন শহরের নামীদামি হাসপাতালের চিকিৎসকরা ৷

‘‘ আমাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে ৷ আমাদের সিদ্ধান্ত খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ৷ তবে এই সময়ে অফিস শুরু করা ও অনান্য কোনও কাজ শুরু করতে হলে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে ৷ এছাড়া সামাজিক দূরত্ব, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করতে হবে ৷ এবং খেয়াল রাখতে হবে ভাইরাস ছড়ানোর যেন কোনও সুযোগ না থাকে ৷’’ বৈঠকের পর একথা জানান CAB সভাপতি অভিষেক ডালমিয়া ৷

বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তার মধ্যে আছে CAB চত্বর জীবাণুমুক্ত করা ৷ এছাড়া ক্লাব হাউস ও ইনডোরও জীবাণুমুক্ত করতে হবে ৷ যেকোনও পরিস্থিতির জন্য একটি আইসোলেশন রুম নির্দিষ্ট করে রাখা হবে ৷

আরও কিছু নির্দেশাবলী ট্রেনিং শুরু করার সময় জানানো হবে বলে জানা গেছে ৷ এছাড়া ICC যে ব্যাক টু ক্রিকেট গাইডলাইন আছে তাও মেনে চলার কথা বলা হয়েছে ৷ ট্রেনিংয়ের সময় লালারসের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত করা হয়েছে ৷ সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে ছোটো ছোটো দলে প্রশিক্ষণ শুরু করার কথা ভাবছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷

ABOUT THE AUTHOR

...view details